নিউজ ওয়েভ ইন্ডিয়া: বেঙ্গালুরুতে IPL-এর মেগা নিলামে শ্রেয়স আয়ারকে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেইসঙ্গে আরও এক তারকা প্যাট কামিন্সকে কিনে নিয়েছে KKR। ৭ কোটি ২৫ লক্ষে প্যাট কামিন্সকে কিনল KKR। ৮ কোটি টাকায় নীতীশ রানাকে ফেরাল কলকাতা। শুরু থেকেই লড়াই করে ছিনিয়ে নিল কেকেআর।
Sample that for a bid 💰💰 – @ShreyasIyer15 is a Knight @KKRiders #TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/19nIII9ihD
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
এদিকে ৫ কোটি টাকায় অশ্বিনকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিলামের শুরুতেই ৮ কোটি ২৫ লক্ষে ধবনকে কিনে নেয় পঞ্জাব সুপার কিংস। দিল্লি এবং রাজস্থানের মধ্যে লড়াই শুরু হলেও পরে যোগ দিয়ে বাজিমাত করে পঞ্জাব।
Welcome back, Carnage Cummins 🔥@patcummins30 #PatCummins #KKR #AmiKKR #GalaxyOfKnights #IPLAuction #TATAIPLAuction pic.twitter.com/kT7v30mMIo
— KolkataKnightRiders (@KKRiders) February 12, 2022
বেঙ্গালুরু বসেছে IPL মেগা নিলামের আসর। সেখানে ১০ দলের প্রতিনিধিদের পাশাপাশি রয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ। লখনউ দলের টেবিলে থাকবেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। কেকেআর-এ সিইও বেঙ্কি মাইসোর, বোলিং কোচ ভরত অরুণ ছাড়াও রয়েছেন শাহরুখে পুত্র আরিয়ান, কন্যা সুহানা ও জুহি চাওলার কন্যা জাহ্নবী মেহতা।