Shreyas Iyer
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আগামী IPL-2022 মরশুমে দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল Kolkata Knight Riders। নাইটদের নতুন অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার। এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়কত্ব করেছেন শ্রেয়স। দিল্লির অধিনায়ক হিসাবে তাঁর রেকর্ড খুব খারাপ নয়। দু’বার দিল্লিকে শেষ চারে তুলেছিলেন তিনি।

গত মরশুমের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে এবছর দলে রাখেনি নাইট ম্যানেজমেন্ট। নিলামেও মর্গ্যানের জন্য বিড করেনি KKR। সুতরাং এবার নাইটরা যে নতুন অধিনায়ক পেতে চলেছে এটা নিশ্চিত ছিল। জল্পনা ছিল শ্রেয়স আইয়ারকে দলে নেওয়া হতে পারে। সেই মতো নিলামের আগেই নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল KKR টিম ম্যানেজমেন্ট।

জল্পনা অনুযায়ী নিলামে অন্যদের পিছনে ফেলে শ্রেয়সকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নেয় নাইটরা। তখন অনেকটাই নিশ্চিত হয়ে যায় আসন্ন মরশুমে শ্রেয়সের হাতেই দল পরিচালনার ব্যাটন তুলে দেওয়া হতে পারে। যদিও পাশাপাশি প্যাট কামিন্সের নামও হালকা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত শ্রেয়সের ওপরেই ভরসা রাখেন ভেঙ্কি মাইসোররা।

শ্রেয়স আইয়ার অধিনায়ক হওয়ায় এটা পরিষ্কার নাইট ম্যানেজমেন্ট তাঁকে দীর্ঘস্থায়ী অধিনায়ক হিসেবে ভাবছে। আগামী কয়েক মরশুমে তাঁকে ঘিরেই দল তৈরির পরিকল্পনা করছে KKR। এখন দেখার বেগুনি জার্সি গায়ে শ্রেয়স কতটা সফল হন।

Share it