Kuldeep Yadav
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ২০২১-এর দ্বিতীয় পর্বের IPL-এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কিন্তু, তার আগেই নাইট পরিবারে অশান্তির আঁচ। অধিনায়ক ইয়ন মর্গানকে নিয়ে ক্ষোভ প্রকাশ কুলদীপ যাদবের। মাত্র পাঁচদিন আগে হঠাৎই বিস্ফোরক দলের এই স্পিনার।

কুলদীপের অভিযোগ, “দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখেন না অধিনায়ক মর্গান। যদি কোনও যোগাযোগ না থাকে, তাহলে ব্যাপারটা খুব কঠিন হয়ে যায়। মাঝে মাঝে তো বোঝাই যায় না, দল আমার থেকে কী চাইছে, আমি আদৌ খেলার সুযোগ পাব কিনা।”

এ বারের IPL-এর প্রথম পর্বে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি কুলদীপ। আদৌ দ্বিতীয় পর্বে তিনি খেলার সুযোগ পাবেন কিনা, সেবিষয়েও সংশয় রয়েছে। আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই চায়নাম্যান বোলার বলেন, “যদি কোচ বা অধিনায়কের সঙ্গে অনেক দিন ধরে কাজ করার সুযোগ পাওয়া যায়, তাহলে সুবিধে হয়। তারাও আমাদের বুঝতে পারে। কিন্তু যদি কোনও যোগাযোগ না থাকে, তাহলে ব্যাপারটা খুব কঠিন হয়ে যায়।”

কুলদীপ আরও বলেন, “কখনও কখনও বুঝতেই পারি না, কী কারণে দল থেকে বাদ পড়লাম। আমার মনে হয়, ম্যাচ জেতানোর ক্ষমতা আমার আছে।” দলের বিদেশি অধিনায়ক হওয়ার জন্যই তাঁর এই বাদ পড়া বলে মনে করেন তিনি। বলেন, “জাতীয় দলে বাদ পড়লে সেটা সংশ্লিষ্ট ক্রিকেটারকে জানানো হয়। কিন্তু, IPL-এ সে সব হয় না। এখানে আমাকে বাদ দেওয়া নিয়ে কেউ কোনও ব্যাখ্যা দেয়নি। আমার খুব খারাপ লেগেছে। মনে হয়েছে, আমার উপর এদের কোনও বিশ্বাস, আস্থা নেই।”

সীমিত ওভারের ক্রিকেটে যুজবেন্দ্র চহালের সঙ্গে কুলদীপের জুটিকে ‘কুল-চা’ বলা হত। বহু ম্যাচ জিতিয়েছে এই জুটি। কিন্তু, একসময় কুলদীপের পারফরম্যান্স খারাপ হতে থাকে। T-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন চহালও।

Share it