নিউজ ওয়েভ ইন্ডিয়া: দুর্দান্ত অ্যাথলিট বললেও কম বলা হবে এনাকে। একটানা স্প্রিন্ট টেনে হাঁফ ধরিয়ে দিলেন ক্রিকেটারদের। তবে শেষমেষ ভালোবাসার কাছে বশ্যতা স্বীকার করে ফিরে গেলেন গ্যালারিতে। ইনি আর কেউ নন। এক পোষ্য। অত্যন্ত দক্ষ ক্রীড়াবিদ পোষ্য। ভালোবাসেন ক্রিকেট।
A puppy invades the ground during a cricket match in Northern Ireland pic.twitter.com/2AFzQHIy2W
— Reuters (@Reuters) September 13, 2021
ইংল্যান্ডের একটি মাঠে খেলা হচ্ছিল নর্দার্ন আয়ারল্যান্ডের মহিলা দলের। সেখানেই মাঠে ঢুকে পড়ে সারমেয়টি। তারপর বিশাল খোলা মাঠ পেয়ে আনন্দে দৌড়তে থাকে সে। এমন দৌড়য় যে ক্রিকেটাররাও হার মেনে যান তাঁর দৌড়ের কাছে। শেষ পর্যন্ত রানার্স ব্যাটসম্যানের কাছে গিয়ে দাঁড়ায় সে। মাথায় হাত বুলিয়ে দিতেই মহা খুশি। তারপর মালিক এসে বাইরে নিয়ে যায় তাকে।
এই ভিডিওটি ICC তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। পোষ্যটিকে অনেক ভালোবাসা দিয়েছেন নেটিজেনরা।