Pujor Baranda
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পুজো আসছে। আর সুরজিৎ চট্টোপাধ্যায়ের ‘বারান্দা’য় ফের রোদ্দুর এসে হাজির হয়েছে। যেমন হয়েছিল গত পুজোতে। করোনা অতিমারিতে গীতিকার শিল্পী ও সুরকার সুরজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল পুজোর বারান্দা। তাতে মিলেছিল ব্যাপক সাড়া। সেই মতো এ বছরও এসে গেছে ‘পুজোর বারান্দা ২১’

কী এই পুজোর বারান্দা?
গত কয়েক দশক ধরে তাঁর গান অগণিত সংগীতপ্রেমীর মন জয় করেছে একথা বলাই বাহুল্য। এবার সেই সংগীত চর্চার আনন্দই সোশ্যাল বন্ধুদের ভাগ করে নিতে চাইছেন ‘রঙ্গবতী’ শিল্পী। করোনা আবহে ভীড়-জমায়েত বাদ দিয়ে বাড়িতে বসে পুজোর ক’টা দিন সোশাল মিডিয়াতে তার লাখো বন্ধুদের নিয়ে নাচ, গান, অভিনয়, যন্ত্রসংগীত, রবীন্দ্র সংগীত, লোকগান আরও নানা আঙ্গিকে সবার সঙ্গে মিলেমিশে পুজো কাটানোই তাঁর উদ্দেশ্য।

সুরজিৎ ও বন্ধুরা অফিসিয়াল ফেসবুক পেজে ইতিমধ্যে সম্প্রতি মুক্তি পেয়েছে জমজমাট ‘পুজোর বারান্দা ২০২১’-এর লোগো। ‘পুজোর বারান্দা ২০২১’-এর বিশেষ চমক, পুজো শেষে সেরা ১০টি পারফরমেন্সকে প্রকাশ করা হবে সুরজিত ও বন্ধুরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

পুজোর বারান্দা-২০২১ সংক্রান্ত নিয়মাবলী
পুজোর বারান্দা-২০২১ সংক্রান্ত নিয়মাবলী

লোগো প্রকাশিত হতেই সোশ্যাল মিডিয়ার বন্ধুদের ভেতর ‘পুজোর বারান্দা’ নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছিল। আট থেকে আশি প্রায় সকলেই অংশগ্রহণে প্রবল ইচ্ছা প্রকাশ করেন। ইতিমধ্যেই অনুষ্ঠানে যোগদানের বিস্তারিত নিয়ম প্রকাশ করা হয়েছে। ভিডিও পাঠানোর শেষ দিন ৫ অক্টোবর। এককথায় বলতে গেলে সত্যিই আক্ষরিক অর্থে ‘পুজোর বারান্দা ২০২১’ কিন্তু ইতিমধ্যেই বেশ জমজমাট।

Share it