নিউজ ওয়েভ ইন্ডিয়া: আবু ধাবিতে সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে IPL-এর দ্বিতীয় দফার যাত্রা শুরু করছে Kolkata Knight Riders। প্রথম পর্যায়ের শেষ সাত ম্যাচের পাঁচটিতে হেরেছে নাইটরা। ফলে প্লে-অফের রাস্তা বেশ কঠিন KKR-এর সামনে।
The Knights are ready to take on the Challengers as action resumes tonight in Abu Dhabi. More details here ⤵️#KKR #AmiKKR #KorboLorboJeetbo #আমিKKR #IPL2021https://t.co/gjUNK8Yp6m
— KolkataKnightRiders (@KKRiders) September 20, 2021
এদিকে নাইট অধিনায়ক অইন মর্গ্যান বলেছেন, “আগে কী হয়েছে, তা আমরা আর পিছন ফিরে দেখতে চাই না। দলের প্রত্যেকে সামনের সাতটি ম্যাচই ভাল খেলার জন্য নিজের সেরাটুকু দিতে প্রস্তুত। সবার মধ্যে জেতার খিদে লক্ষ্য করতে পারছি। প্রথম দফার সাত ম্যাচের কী হয়েছে, সেটা মনে রাখতে চায় না কেউই।”
IPL-এর দ্বিতীয় পর্যায়েও প্রায় একই দল ধরে রেখেছে KKR। শুধু পেস বিভাগে পাল্টে গেছে প্রধান ফাস্ট বোলার প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে দলে যোগ দিয়েছেন টিম সাউদি। অধিনায়ক মর্গ্যান মনে করেন, সাউদির অভিজ্ঞতা কাজে লাগবে নাইটদের। তবে RCB-Sর বিরুদ্ধে সাউদি না লকি ফার্গুসন, কে খেলবেন তা পরিষ্কার করে কিছু জানানো হয়নি টিম ম্যানেজমেন্টের তরফে।
Mood in the RCB camp right now?
Loads of smiles and excitement! 😁🙌🏻
Just a few hours to go. ⏳ #PlayBold #WeAreChallengers #IPL2021 #KKRvRCB pic.twitter.com/RFBwFqh3Q7
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 20, 2021
আবু ধাবির পিচে রান ওঠার সম্ভাবনা খুব বেশি। বল যে খুব ঘুরবে, তা মর্গ্যানও নিশ্চিত ভাবে বলতে পারছেন না। তাই সুনীল নারাইনের সঙ্গে ভারতীয় বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীকে দেখা যেতে পারে। প্রতিপক্ষ হিসেবে নাইটদের সব চেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারেন বিপক্ষের তিন ব্যাটসম্যান। অপরদিকে
মর্গ্যানদের ভরসা বাড়াচ্ছে আন্দ্রে রাসেলের ছন্দ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চেনা মেজাজেই দেখা গিয়েছে তাঁকে।