CSK Win
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মরুশহরে IPL-এর দ্বিতীয় পর্যায়ের শুরুতেই রোহিতহীন মুম্বইকে হারিয়ে জয়ী মহেন্দ্র সিংহ ধোনির CSK। মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। দুর্দান্তু শুরু করেও শেষটা ভালো করতে পারল না MI।


টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে চেন্নাই সুপার কিংস। ৮৮ রানে অপরাজিত থাকেন দলের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। IPL-এ এই নিয়ে তিনি ষষ্ঠ হাফসেঞ্চুরি করলেন। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানেই ৪ উইকেট হারায় চেন্নাই। শেষ দিকে ঋতুরাজ চালিয়ে খেলে দলের রান দেড়শোর গন্ডি পার করে দেন।

এরপর ব্যাট করতে নেমে মুম্বইকেও বিপর্যয়ের মুখে পড়তে হয়। কুইন্টন ডি’কক শুরুটা ভাল করলেও কিছুক্ষণ পরেই ফিরে যান। সূর্যকুমার যাদব এবং ঈশান কিশনও বেশিক্ষণ টিকতে পারেননি। একা কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন সৌরভ তিওয়ারি। তবে সঙ্গীর অভাবে তিনিও ম্যাচ শেষ করে আসতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২০ বাকি থাকতেই ম্যাচ জিতে যায় CSK।

Share it