নিউজ ওয়েভ ইন্ডিয়া: করোনা-আতঙ্ক কাটিয়ে IPL-এর দ্বিতীয় দফা সূচনা হচ্ছে রবিবার থেকে। মে মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে ভারতে বন্ধ গিয়েছিল Indian Super League। দুবাইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচ বারের চ্যাম্পিয়ন Mumbai Indians ও তিনবারের বিজয়ী Chennai Super Kings।
📍 Dubai International Stadium | HERE WE COME 🤩
It's time to continue where we left from! 💙#IPL 2021 ⬅️ SOON IN ACTION 🔥#OneFamily #MumbaiIndians #IPL2021 #CSKvMI @MarriottBonvoy pic.twitter.com/fDGB68XH5t
— Mumbai Indians (@mipaltan) September 19, 2021
রবিবারের এই ম্যাচে নয়া মাইলফলকের সামনে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ইতিমধ্যেই T-20তে ৩৯৭টি ছক্কার মালিক ভারতীয় দলের হিটম্যান। আর তিনটি ওভার বাউন্ডারি মারলেই ৪০০টি ছক্কা হাঁকানোর মালিক হয়ে যাবেন তিনি। এই ফর্ম্যাটে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে সম্ভবত রবিবারেই সেই রেকর্ড গড়ে ফেলবেন রোহিত।
🦁 Ready to roar & the 🕢 is ticking!
🔊 Namma Music ah Eraku le🎶#CSKvMI #WhistlePodu #Yellove 💛 pic.twitter.com/lBR0QvNgjj— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 19, 2021
এদিকে শনিবারই মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে যোগ দিয়েছেন মেন্টর সচিন তেন্ডুলকর। রবিবারের ম্যাচের আগে যা বাড়তি শক্তি যোগাবে মুম্বই ইন্ডিয়ান্সকে। অন্যদিকে প্রথম ম্যাচে ফ্যাফ দু’প্লেসিকে পাবে না চেন্নাই। পায়ে চোট থাকার কারণে খেলতে পারবেন না তিনি।