নিউজ ওয়েভ ইন্ডিয়া: AFC কাপের ইন্টার জোনাল সেমি ফাইনাল খেলতে দুবাই থেকে উজবেকিস্তান উড়ে গেল টিম ATK Mohun Bagan। শনিবার দুবাইয়ে শেষ প্র্যাকটিস করে হাবাসের দল।
Dubai ✈️ Uzbekistan ⚽️
Our #Mariners are en route to the venue for the crucial #AFCCup fixture! 💚❤️#ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/7Wdk0CKVYe
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) September 19, 2021
এর আগে ATK মোহনবাগানের গোলকিপার অমরিন্দর সিং বলেন, আমাদের দল এতটাই শক্তিশালী যে শুধু AFC Cup নয়, ISL-ও জিততে পারে। ২২ সেপ্টেম্বর উজবেকিস্তানের মাটিতে FC Nasaf-এর বিরুদ্ধে ইন্টার জোনাল সেমিফাইনাল খেলতে নামছে সবুজ মেরুন শিবির।