ATKMB to Uzbekistan
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: AFC কাপের ইন্টার জোনাল সেমি ফাইনাল খেলতে দুবাই থেকে উজবেকিস্তান উড়ে গেল টিম ATK Mohun Bagan। শনিবার দুবাইয়ে শেষ প্র্যাকটিস করে হাবাসের দল।


এর আগে ATK মোহনবাগানের গোলকিপার অমরিন্দর সিং বলেন, আমাদের দল এতটাই শক্তিশালী যে শুধু AFC Cup নয়, ISL-ও জিততে পারে। ২২ সেপ্টেম্বর উজবেকিস্তানের মাটিতে FC Nasaf-এর বিরুদ্ধে ইন্টার জোনাল সেমিফাইনাল খেলতে নামছে সবুজ মেরুন শিবির।

Share it