নিউজ ওয়েভ ইন্ডিয়া: অষ্টম ISL শুরুর আগে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে SC East Bengal। সেই ম্যাচ দুটি FC গোয়ার সঙ্গে হওয়ার সম্ভাবনাই প্রবল। ৪ ও ৫ নভেম্বর ম্যাচ দুটি হতে পারে। একটি সর্বভারতীয় পত্রিকার ক্রীড়া সাংবাদিক মার্কাস মার্গুলহো একথা টুইট করে জানিয়েছেন।
SC East Bengal will play back-to-back friendlies against FC Goa on November 4 and November 5.#Indianfootball #ISL #Friendlies #FCGoa #SCEB
— Marcus Mergulhao (@MarcusMergulhao) September 20, 2021
এদিকে লাল-হলুদ কর্তারা এখন গোলরক্ষক কোচ নির্বাচনের চেষ্টা চালাচ্ছেন জোর কদমে। গত ISL-এ রবি ফাওলারের টিমের সঙ্গে এসেছিলেন গোলরক্ষক কোচ ববি মিমস। এবার তাঁকে পাওয়া যাবে না। তবে সূত্রের খবর, গোলকিপার কোচ খুঁজতে নাকি প্রাক্তন কোচ ববি ফাওলারের সাহায্যে চেয়েছেন SC East Bengal কর্তারা। পাশাপাশি নতুন গোলরক্ষক কোচ ও ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করার ব্যাপারে কোচ ম্যানুয়েল দিয়াজের সঙ্গেও নিয়মিত আলোচনা করছেন লাল-হলুদ কর্তারা। সে ক্ষেত্রে স্পেন থেকেও অরিন্দম ভট্টাচার্যদের নতুন কোচ আসতে পারেন।
𝙔𝙤𝙪𝙧 𝙥𝙧𝙖𝙮𝙚𝙧𝙨 𝙖𝙧𝙚 𝙤𝙪𝙧 𝙨𝙩𝙧𝙚𝙣𝙜𝙩𝙝.#TorchBearers, our 𝐆𝐔𝐀𝐑𝐃𝐈𝐀𝐍 in GOAL 🥅is back on his feet 💪. Can't wait to see you in action, @ArindamGK 🧤🔴🟡🙌 #ArindamIsOurs #JoyEastBengal #WeAreSCEB #HeroISL pic.twitter.com/nhr4YmzeBZ
— SC East Bengal (@sc_eastbengal) September 19, 2021
এদিকে সুস্থ হয়ে উঠেছেন অরিন্দম ভট্টাচার্য। ফলে এই মুহূর্তে স্বস্তিদায়ক জায়গায় রয়েছে লাল-হলুদ শিবির। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন এসসি ইস্টবেঙ্গল গোলরক্ষক। রবিবার দলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা Video বার্তায় অরিন্দম নিজেই জানিয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠেছেন। তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি ইতিমধ্যেই অনুশীলনও শুরু করে দিয়েছেন।