নিউজ ওয়েভ ইন্ডিয়া: নির্ধারিত সময়ের প্রায় দু-ঘণ্টা দেরিতে ছাড়ে বিমান। ফলে রবিবার রাতে দুবাই থেকে উজবেকিস্তান গিয়ে পৌঁছয় এটিকে মোহনবাগান। দুবাই উষ্ণ শহর কিন্তু তাসখন্দের তাপমাত্রা অনেকটাই কম। সন্ধ্যা হলেই ঠান্ডা ঠান্ডা ভাব শীতের আমেজ। ফলে তাপমাত্রার বৈপরীত্য বেশ ভালোই রয়েছে দুটি জায়গার মধ্যে। তবে তাসখন্দের আবহাওয়ায় খুশি জনি কাউকো সহ দলের অন্য ফুটবলাররা। বুধবার রাতেই হবে ম্যাচ। সোমবার থেকেই কারশি স্টেডিয়াম সংলগ্ন মাঠে AFC Cup-এর ইন্টার জোনাল সেমি ফাইনালের প্রস্তুতি শুরু করে দিল অ্যান্তনিও লোপেজ হাবাসের দল। তাসখন্দ থেকে বুলেট ট্রেনে প্রায় ছয় ঘণ্টা সময় লাগে কারশি স্টেডিয়াম যেতে। এই স্টেডিয়ামেই হবে বুধবারের ম্যাচ। দুদিনের অনুশীলনের পর এখানেই চূড়ান্ত দল বেছে নেবেন হাবাস। তৈরি করবেন খেলার ফর্মেশন।
FC Nasaf-এর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতা নামার আগে সতর্ক রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস ও প্রীতম কোটালরা। বঙ্গ ডিফেন্ডার সাংবাদিকদের পাঠানো প্রশ্নের উত্তরে বলেন, “গ্রুপ লিগের যে দলগুলির সঙ্গে আমরা খেলেছি তারাও যথেষ্ট শক্তিশালী ছিল। তাদের টপকে আমরা নক আউট পর্বে পৌঁছেছি। তবে সব টিমের থেকে যে নাসাফের শক্তি অনেক বেশি সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা কোনও ব্যক্তি নির্ভর ফুটবল খেলি না। দল হিসেবে খেলি। সুতরাং কোন জায়গায় উন্নতি দরকার সেটা বলা যাবে না। সার্বিকভাবে দল হিসেবে খেললেই নাসাফকে হারানো সম্ভব হবে।” কোচ হাবাসও সেইভাবে আমাদের অনুশীলন করাচ্ছেন।”
নাসাফের আসল শক্তি কোথায়, মোহনবাগান তাকে রুখতে পারবে কি না সে প্রশ্নের উত্তরে প্রীতম বলেন, “নাসাফ মাঝ মাঠে খুবই শক্তিশালী ওদের উইং প্লেও খুবই ভালো। আমাদের সেগুলো আটকাতে হবে। সেভাবেই আমরা প্র্যাকটিস করছি। ম্যাচ ধরে ধরে এগোতে চাই। সবাই জানে আমরা ভারতের সেরা ক্লাব। আমরা যেভাবে অনুশীলন করছি তাতে জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। দলের প্রয়োজনে প্রীতম কোটালকে স্টপারে বা সেন্টার পজিশনে খেলতে হচ্ছে। এই পজিশনে কতটা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারছেন ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাকে সবাই রাইট ব্যাক হিসেবেই জানে। জাতীয় দলে ওটাই আমার জায়গা। তবে আমিও কিন্তু কেরিয়ারের শুরুতে স্টাপার হিসেবেই খেলতাম। জাতীয় যুব দলে প্রথম রাইট ব্যাকে খেলি। ইন্ডিয়ান অ্যারোজে প্রথম ডিফেন্সের সব পজিশনে খেলেছি। তাই এখানেও কোনও সমস্যা হবে না। হাবাসও আমাকে আত্মবিশ্বাস দিচ্ছেন। সন্দেশ নেই। কিন্তু ও থাকলেও স্টপারে খেলেছি। আমি মনে করি দলে নিয়মিত খেলতে হলে প্রতিদিন আমাকে উন্নতি করত হবে। আর সেই চেষ্টাই আমি করছি। আধুনিক ফুটবলে সব পজিশনে খেলার জন্য নিজেকে তৈরি রাখতে হয়।”