AFC Cup_Amrinder Singh
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আমাদের দল এতটাই শক্তিশালী যে শুধু AFC Cup নয়, ISL-ও জিততে পারে। এমনটাই মত ATK মোহনবাগানের গোলকিপার অমরিন্দর সিংয়ের। ২২ সেপ্টেম্বর উজবেকিস্তানের মাটিতে FC Nasaf-এর বিরুদ্ধে ইন্টার জোনাল সেমিফাইনাল খেলতে নামছে সবুজ মেরুন শিবির।

গত মরসুমে মুম্বই সিটি এফসির হয়ে ISL খেতাব জিতেছিলেন অমরিন্দর সিং। এবার সেই দলের গোলকিপারের দাবি তাঁর দল দুটি প্রতিযোগিতাতেই জেতার ক্ষমতা রাখে। বলেন, “আমি প্রতিটা খেলাতে আমার একশো শতাংশ দেব। আমরা যদি প্রত্যেকে নিজের সেরাটা দিতে পারি, তাহলে দুটি টুর্নামেন্ট জেতাই কোনও সমস্যা নয়।”

FC Nasaf-এর বিরুদ্ধে জেতা নিয়ে একদমই চিন্তিত নন অমরিন্দর। তিনি বলেন, “কে আমাদের প্রতিদ্বন্দ্বী, এটা কোনও ব্যাপারই নয়। আমরা সেরকমভাবেই প্রস্তুত হচ্ছি এবং প্রত্যেকে আমাদের সেরাটা দিতে তৈরি আছি। আমাদের কাছে প্রতিটা ম্য়াচই গুরুত্বপূর্ণ।” দুবাইতে নিজেদের প্র্যাকটিস নিয়ে অত্যন্ত খুশি ATK মোহনবাগানের এক নম্বর গোলকিপার। বলেন, “দুবাইতে আমাদের অনুশীলনের যে পরিকাঠামো পেয়েছি, তা এককথায় চমৎকার। ২২তারিখের ম্যাচটি কঠিন নিঃসন্দেহে কিন্তু, আমরা যেভাবে প্রস্তুত হচ্ছি, তাতে জেতা অসম্ভবের কোনও ব্যাপার নয়।”

Share it