নিউজ ওয়েভ ইন্ডিয়া: IPL-এর দ্বিতীয় পর্যায়ের শুরুটা ভালোই হল Kolkata Knight Riders-এর। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯ উইকেটে উড়িয়ে দিল মরগ্যান বাহিনী।
.@KKRiders outplay #RCB in all three departments to register a massive 9-wicket win, finishing the job in 10 overs flat. #KKRvRCB #VIVOIPL pic.twitter.com/h7Iok1aSeb
— IndianPremierLeague (@IPL) September 20, 2021
কম রানের টার্গেট তাড়া করে নাইট বাহিনী নিজেদের নেট রানরেট অনেকটাই বাড়িয়ে নিল। সেইসঙ্গে একলাফে তারা পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এল। IPL ক্রিকেটে অভিষেকে অসাধারণ একটা ইনিংস কলকাতাকে উপহার দিলেন ভেঙ্কটেশ আইয়ার। দুরন্ত ছন্দে ছিলেন শুভমন গিলও।