Adil Khan
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: অষ্টম ISL শুরুর আগে নিজেকে কন্ডিশনে আনার চেষ্টা শুরু করে দিয়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার আদিল খান। সোশ্যাল মিডিয়ায় দলের তরফে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রি সিজন কন্ডিশনিং করছেন আদিল। নানারকম শারীরিক কসরত চলছে সেখানে।


এরপর একটি ভিডিও বার্তাও দেন আদিল। তিনি বলেন, “আমাকে সুযোগ দেওয়ার জন্য ও আমার ওপর ভরসা রাখার জন্য ম্যানেজমেন্টকে ধন্যবাদ।” সমর্থকদের উদ্দেশে আদিল বলেন, “আমি ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস জানি। জানি এসসি ইস্টবেঙ্গলের সমর্থকদের আবেগের কথা। আমাদের নিয়ে সমর্থকদের যে প্রত্যাশা আছে, আমরা তা পূরণ করার চেষ্টা করব।”

সবশেষে আদিল বলেন, “আমি এই চুক্তি নিয়ে খুবই উচ্ছ্বসিত। সতীর্থদের সঙ্গে মিলিত হওয়ার জন্য মুখিয়ে আছি। মরসুম শুরুর অপেক্ষায় আছি। আমি তৈরি। আপনারাও তৈরি তো? জয় ইস্টবেঙ্গল।”

Share it