দলকে প্র্যাকটিস করাচ্ছেন হাবাস
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: এফসি নাসাফের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে ফুটবলারদের ফজেশনাল ফুটবল প্র্যাকটিস করালেন ATK মোহনবাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। সোমবার বিকেল থেকেই তাসখন্দের কার্শিতে প্র্যাকটিস শুরু করে দিয়েছে সবুজ-মেরুন শিবির। যেহেতু প্রতিপক্ষের ডেরায় অনুশীলন এবং সেখানে ক্লোজ ডোরের কোনও ব্যবস্থা না থাকায় ফিজিক্যাল ট্রেনিং এবং পজেশনাল ট্রেনিংয়ের উপর জোর দেন স্প্যানিশ কোচ। ঘণ্টাখানেক অনুশীলন করে হোটেলে ফিরে আসেন রয় কৃষ্ণরা। মঙ্গলবার মূল স্টেডিয়ামে প্র্যাকটিসে নেমেছে সবুজ-মেরুন ব্রিগেড।


AFC Cup-ইন্টার জোনাল সেমি ফাইনালে নামার আগে হাবাস জানালেন নাসাফকে হারানোর ব্যাপারে আশাবাদী তিনি। হাবাস বলেন, বিশ্বের কোনও কোচই জিতব এমন গ্যারান্টি দিতে পারে না। দুবাইয়ে আমাদের প্রস্তুত বেশ ভালো হয়েছে। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। কিন্তু এটাও মাথায় রাখতে হবে প্রতিপক্ষও যথেষ্ট ভালো দল। তবে নাসাফকে হারানোর মতো শক্তি আমাদের আছে। ওদের দলে ম্যাচের রং বদল দেওয়ার মতো ফুটবলার রয়েছে।

এই ম্যাচে উইং প্লে বড় ফ্যাক্টর হবে কি না সে বিষয়ে বলেন শুধু উইং প্লে নয়, ফ্যাক্টর সবকিছুই। আমাদের চেষ্টা করতে হবে প্রতিপক্ষের রক্ষনে ফাঁকা জায়গা তৈরি করে গোলের মুখ খোলা। তার জন্য যা যা করণীয় সবই করতে হবে। বুধবারের ম্যাচে দলের সবাই ১০০ শতাংশ দেবে এবং আশাপ্রদ ফল আনার চেষ্টা করবে বলেও দাবি করেছেন হাবাস।

কাউকো, প্রবীর, সুসাইরাজ দলে যোগ দেওয়ায় এটিকে মোহনবাগান যে যথেষ্ট শক্তিশালী হয়েছে সেকথাও একরকম স্বীকার করেছেন হেড কোচ। বললেন, “কাউকো বড় ফুটবলার দলের সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। প্রবীর ও সুসাইরাজও গুরুত্বপূর্ণ ফুটবলার। ওরাও তৈরি আছে। তবে সবকিছু বিবেচনা করেই প্রথম একাদশ বাছব।”

Share it