Pedong Tour
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: কালিম্পংয়ে পাহাড়ের কোলে ঘেরা অপরূপ স্থান পেডং। শুধু পুজো নয়, বছরের যেকোনও সময় ছুটি কাটানোর অপূর্ব জায়গা। সারাবছরই এখানে পর্যটকদের ভীড় লেগে থাকে। পেডংয়ের পার্শ্ববর্তী স্থানেই রয়েছে ছবির মতো সুন্দর সাজানো হোম স্টে কোকুন-দ্য সিল্ক রুট রিসর্ট। এখানে কীভাবে যাবেন, থাকারই বা কী ব্যবস্থা রয়েছে, খরচই বা কত পড়বে তা আপনাদের বিস্তারিত জানাচ্ছি আমরা।

কোকুন-দ্য সিল্ক রুট রিসর্ট থেকে বাইরের দৃশ্য
কোকুন-দ্য সিল্ক রুট রিসর্ট থেকে বাইরের দৃশ্য

যাবেন কীভাবে:
NJP থেকে শেয়ার জিপে শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ে আসতে হবে। সেখান থেকে শেয়ার জিপে যেতে হবে কালিম্পং। মাথপিছু ভাড়া পড়বে ২০০-২৫০ টাকা। কালিম্পং থেকে পেডং যাওয়ার শেয়ার জিপ পাওয়া যায়। মাথাপিছু ১০০ টাকার মতো ভাড়া পড়বে। সেখান থেকে আপনাকে বিসমাইলে নামতে হবে। পেডংয়ের আগে পাহাড় ঘেরা ছোট্ট একটি গ্রাম বিসমাইল।

কোকুন-দ্য সিল্ক রুট রিসর্ট
কোকুন-দ্য সিল্ক রুট রিসর্ট

বাগডোগরা থেকেও শিলিগুড়ির পানিট্যাঙ্কি আসতে গেলেও শেয়ার জিপ পাওয়া যায়। এছাড়াও কেউ চাইলে NJP থেকে রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন। সেক্ষেত্রে ছোট ও বড় গাড়ি ৩৫০০-৪০০০ টাকা ভাড়া পড়তে পারে। সরাসরি কোকুন-দ্য সিল্ক রুট রিসর্টে আপনাকে নামিয়ে দেবে। একেবারে রাস্তার ওপরেই এই হোম স্টে।

কোকুন-দ্য সিল্ক রুট রিসর্টে রুম
কোকুন-দ্য সিল্ক রুট রিসর্টে রুম

এই রাস্তাটি ওল্ড সিল্ক রুট। এর ওপর দিয়েই ঋষিখোলা হয়ে সিকিমের জুলুক, কুপুপ, আড়িটার লেকে ও নাথং ভ্যালি পর্যন্ত পৌঁছনো যায়। কোকুন থেকে মাত্র ১ থেকে দেড় কিলোমিটার দূরেই ছোট্ট জনপদ পেডং। কোকুনের সামনেই ডামসাং ভ্যালি। লেপচা সভ্যতার শেষ ধ্বংসাবশেষ রয়েছে এই পাহাড়ের কোলেই। এর উল্টো দিকেই রয়েছে অতি জনপ্রিয় পর্যটক স্থল সিলেরি গাঁও।

কোকুন-দ্য সিল্ক রুট রিসর্টে রুম
কোকুন-দ্য সিল্ক রুট রিসর্টে রুম

কীভাবে যোগাযোগ করবেন:
এখানে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9674393355-এই ফোন নম্বরে। কোকুন-দ্য সিল্ক রুটে রয়েছে মোট আটটি কটেজ। ডবল বেড শেয়ারিং-এ চারটি উডেন কটেজ ও চারটি সাধারণ কটেজ রয়েছে। রয়েছে ৬ বা ৪ বেডের ডর্মেটরি ব্যবস্থাও। এছাড়াও ৩ শয্যার ডাবল বেডরুম রয়েছে। সর্বসাকুল্যে এখানে ২৫-৩০ জনের থাকার মতো ব্যবস্থা রয়েছে।

কোকুন-দ্য সিল্ক রুট রিসর্টে বাথরুম
কোকুন-দ্য সিল্ক রুট রিসর্টে বাথরুম

কটেজে থাকা-খাওয়া সমেত এখানে ভাড়া পড়বে জনপিছু ১২০০টাকা দৈনিক। এই টাকায় মিলবে সকালের চা, ব্রেক ফাস্ট, লাঞ্চ, ইভনিং স্ন্যাক্স অ্যান্ড টি এবং ডিনার। পুজোর বুকিং অনেকটা সম্পূর্ণ হয়ে গেলেও কালীপুজো বা তার আশপাশের সময়ে হোম স্টে বুক করতে পারেন। রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টের ব্যবস্থাও। রুমের ক্ষেত্রে ভাড়া জনপ্রতি ১ হাজার টাকা। খাওয়ার ব্যবস্থা কটেজের মতোই একই রকম।

কোকুন-দ্য সিল্ক রুট রিসর্ট
কোকুন-দ্য সিল্ক রুট রিসর্ট
Share it