সাংবাদিক বৈঠকে মনত্রী ইন্দ্রনীল সেন, যন্ত্রসংগীত শিল্পী পণ্ডিত দেবজ্যোতি বসু ও পণ্ডিত তরুণ ভট্টাচার্য
Share it

রুনা খামারু: শুধু সংগীত প্রেমীদের মধ্যেই নয়, সাধারণ মানুষের মধ্যেও শাস্ত্রীয় সংগীতকে ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারেও রাজ্য সরকারের তরফে আয়োজিত হতে চলেছে ক্লাসিক্যাল মিউজ়িক কনফারেন্স ২০২৫। ১১ জানুয়ারি শনিবার নন্দনে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত তিন দিনের এই শাস্ত্রীয় সংগীত সম্মেলন অনুষ্ঠিত হবে রবীন্দ্র সদন প্রাঙ্গণের একতারা মুক্ত মঞ্চে।

মন্ত্রী বলেন, “সাধারণ মানুষের মধ্যেও শাস্ত্রীয় সংগীতের প্রতি ভালোবাসা এবং উৎসাহ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং উদ্যোগে প্রতি বছর এই উৎসবের আয়োজন হয়ে আসছে। এই প্রথম প্রেক্ষাগৃহের বাইরে খোলা মঞ্চে এই ধরনের উচ্চমার্গের সংগীতানুষ্ঠান আয়োজিত হচ্ছে। এইবারের ক্লাসিক্যাল মিউজ়িক কনফারেন্সে রাজ্যের পাশাপাশি দেশেরও প্রথিতযশা শাস্ত্রীয় সংগীত শিল্পী ও যন্ত্র সংগীত শিল্পীদের সঙ্গে উদীয়মান তরুণ প্রতিভারাও অংশগ্রহণ করবেন।”

এবারের এই ক্লাসিক্যাল মিউজ়িক কনফারেন্সের মূল আকর্ষণ বিশিষ্ট শিল্পী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া (বাঁশি)। এছাড়াও বিশিষ্টি শিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন উস্তাদ শাহিদ পারভেজ (সেতার), উস্তাদ নিশাত খান (সেতার), পণ্ডিত কুমার বোস (তবলা), পণ্ডিত স্বপন চৌধুরী (তবলা), পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় (তবলা), পণ্ডিত অভিজিৎ ব্যানার্জি (তবলা), উস্তাদ সাবির খান (তবলা), পণ্ডিত সমর সাহা (তবলা), পণ্ডিত তরুণ ভট্টাচার্য (সন্তুর), কবীর সুমন (বাংলা খেয়াল)। এছাড়াও রীতেশ ও রজনীশ মিশ্র (কণ্ঠ), কোয়েল দাশগুপ্ত নানা (কণ্ঠ), দেবর্ষি ভট্টাচার্য (কণ্ঠ)। এদের মতো প্রতিশ্রুতিমান তরুণ শিল্পীরাও অংশগ্রহণ করবেন এই শাস্ত্রীয় সংগীত সম্মেলনে।

মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, সংগীতানুষ্ঠানের পাশাপাশি একতারা মুক্ত মঞ্চের পাশেই থাকছে বাংলার ‘রাগ সংগীত’ বিষয়ক একটি প্রদর্শনীও। পাশাপাশি ২০২২ সাল থেকে রাজ্য সংগীত আকাদেমির উদ্যোগে ডিস্ট্রিক্ট ক্ল্যাসিক্যাল মিউজ়িক ফেস্টিভ্যালও আয়োজিত হয়ে আসছে। এবছর ছটি জেলায় এই অনুষ্ঠান আয়োজিত হবে। জেলার সেই জায়গাগুলি হল চন্দননগর (হুগলি), দুর্গাপুর (পশ্চিম বর্ধমান), মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর), শিলিগুলি (দার্জিলিং), বহরমপুর (মুর্শিদাবাদ), সিউড়ি (বীরভূম)।

এদিনের সাংবাদিক বৈঠকে মন্ত্রী ইন্দ্রনীল সেন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলার দুই বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী পণ্ডিত দেবজ্যোতি বসু ও পণ্ডিত তরুণ ভট্টাচার্য।

Share it