Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সিমলা এ বং পজিটিভ কালচারাল সোসাইটি থিয়েটার গ্রুপের উদ্যোগে বুধবার ৮ জানুয়ারি উদ্বোধন হল বার্ষিক স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল ‘রংমশাল’। উরকুহার্ট স্কোয়ারে (আজাদ হিন্দ বাগের পাশে) ১২ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল।

২০১৭ সাল থেকে সিমলা এ বং পজিটিভ কালচারাল সোসাইটি থিয়েটার গ্রুপের তরফে আয়োজিত এই উৎসব রাজ্যের ঐতিহ্যবাহী এবং আধুনিক শিল্পের মধ্যে সেতুবন্ধন স্থাপন করেছে। সরকারি আর্থিক সহায়তা ছাড়াই, সম্পূর্ণ ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আয়োজিত এই উৎসবটি ইতিমধ্যেই কলকাতার অন্যতম প্রতীক্ষিত এবং জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। তাদের উপস্থিতি ছিল রংমশালের বিশেষ আকর্ষণ। এছাড়া বন্যা কর, সৌম্য বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্ব উৎসব চলাকালীন বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করলেন। উৎসবে প্রথমবারের মতো কর্মজীবী মহিলারা তাদের নিজস্ব হস্তশিল্প এবং পণ্য প্রদর্শন করার সুযোগ পেলেন। রংমশালের মূল লক্ষ্য, শহরের মানুষকে লোকশিল্প এবং আধুনিক শিল্পের সঙ্গে পরিচয় করানো এবং সংখ্যালঘু শিল্পমাধ্যমে কর্মরত শিল্পীদের উৎসাহিত করা। উদ্যোক্তাদের আশা, রংমশাল ২০২৫ আগের চেয়ে আরও বেশি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে এবং বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্ব আরও বাড়াবে।

Share it