A scene from 'Bhoy peo na'
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রহস্যের মোড়কে ভূতের গল্প নিয়ে বাংলার দর্শকদের সামনে আসছে ‘ভয় পেও না’। শ্রাবন্তী-ওম জুটিকে প্রথমবার দেখা যাবে একসঙ্গে। ছবির পরিচালক অয়ন দে-র বড় পর্দায় এটাই প্রথম পরিচালনা। দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাটের একটি বাগানবাড়িতে চলছে এই ছবির শ্যুটিং।

ছবির নায়ক ওম সাহানি জানিয়েছেন, এই ছবিতে তাঁর চরিত্র একজন ডাক্তারের হলেও এখানে মানসিকভাবেই রোগীকে সুস্থ করার চেষ্টা করেছেন তিনি। কোভিড পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে সম্প্রতি বাংলা সিনেমা দেখতে দর্শকরা হলমুখী হয়েছে। এই বিষয়টাকেও তিনি বাংলা ছবির পক্ষে ইতিবাচক দিক বলে জানিয়েছেন।

রুদ্রাক্ষ এন্টারটেনমেন্টের ব্যানারে এই ছবি মে মাসে রাজ্যের থিয়েটার হল গুলিতে মুক্তি পেতে চলেছে বলে জানিয়েছেন পরিচালক অয়ন দে। ভয়ের ছবি বলে আলো ও কালার প্যালেটের ওপরেও বেশি নজর দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। ছবির ডিরেক্টর অফ ফটোগ্রাফি শুভদীপ বাগ। এডিটর সুজয় দত্ত রায় ও আলো উৎপল।

Share it