'Ador' Bengali Short Film
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পাগলের মতো পূজাকে ভালোবাসত শোভন। হয়ত বা নিজের থেকেও বেশি। কিন্তু প্রাণের চেয়ে প্রিয় সেই পূজার কাছ থেকেই আসে চরম আঘাত। অনিবার্য হয়ে পড়ে বিচ্ছেদ।

Partha Dutta_Actor
Partha Dutta_Actor

কিন্তু, এই বিচ্ছেদের জন্য প্রস্তুত ছিল না শোভন। মানসিকভাবে ভীষণ ধাক্কা খায় বছর কুড়ির যুবক। গভীর অবসাদ গ্রাস করে তাঁকে। ঠিক এই সময়ই বসন্তের টাটকা বাতাসের মতো তাঁর জীবনে ফিরে আসে ছোটবেলার বান্ধবী অর্পিতা। তারপর কী হয় জানতে আপনাকে দেখতে হবে সায়ন বসুর স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘আদর’।

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন OTT প্ল্যাটফর্ম KLIKK-এ মু্ক্তি পাচ্ছে পার্থ দত্ত, ডোনা সাহা ও সুকন্যা বসু অভিনীত ‘আদর’। পার্থ দত্তর এটি দ্বিতীয় ছবি। তাঁর প্রথম ছবি ‘হরি ঘোষের গোয়াল’-এ দুর্দান্ত অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। ‘আদর’-এ অবসাদে ভোগা এক যুবকের চরিত্রেও প্রাণ দিয়ে অভিনয় করেছেন তিনি। সুকন্যা ও ডোনাও বসন্তের বাতাসের মতো সতেজ, স্বতঃস্ফূর্ত।

সবমিলিয়ে প্রেমের দিন, প্রেমের মাসের জন্য একেবারে আদর্শ ছবি ‘আদর’। ছবির সাফল্য নিয়ে আশাবাদী ছবির কলাকুশলীরা সকলেই। এবার ‘আদর’কে দর্শকরা কতটা আপন করে নেন, সেটাই এখন দেখার।

Share it