Awaiting Trailer
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সুনন্দা, দিয়া, সাহিল ও সোম। আশা-নিরাশা, ভালোবাসা ও ট্র্যাজিডি ঘিরে রেখেছে এই চারজনকে। তাঁদের জীবনের টানাপোড়েন তুলে ধরা হয়েছে ‘Awaiting’ সিনেমায়। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হল এই ছবির ট্রেলার।

Mojoplex Original প্রযোজিত এবং Magic Light Production ও Mindblowing Entertainment সহায়তায় AKM গ্রুপ নিবেদিত এই ছবিতে অভিনয় করেছেন সাহিল ফুল, সায়ন্তনী গুহঠাকুরতা, অনুষা বিশ্বনাথন ও ঈশান মজুমদার। পরিচালক অর্ণব মিদ্দ্যা। সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য।

উত্তরবঙ্গের চা বাগানের পটভূমিকায় এই ভালোবাসার আশা-নিরাশার নিয়ে তৈরি হয়েছে Awaiting-এর গল্প। সুনন্দার স্বামী সাহিল সেনাবাহিনীর জওয়ান। তাঁর স্বামীর বাড়ি ফেরার প্রতীক্ষায় দিন কাটাচ্ছেন তিনি। একটি দুর্ঘটনায় চলাফেরার ক্ষমতা হারানো দিয়া সুনন্দার ননদ। সুনন্দার সঙ্গেই থাকে দিয়া। এই সময়ই তাঁদের জীবনে উপস্থিত হন সোম। যিনি সাহিলের ছোটবেলার বন্ধু ও পেশায় ফিজিশিয়ান। উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যের এই ছবির উপরি পাওনা।

Share it