রুদ্ধশ্বাস মাইক্রো ওয়েব থ্রিলার '36 Hours'-এর দ্বিতীয় টিজার প্রকাশ্যে
Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: শঙ্খর পরিচালনায় ও অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের প্রযোজনায় OTT-তে শীঘ্রই মুক্তি পেতে চলেছে নতুন একটি ক্রাইম থ্রিলার ’36 Hours’। ৩০ জুন প্রকাশিত হয়েছিল মাইক্রো শর্ট ফিল্মের প্রথম টিজার। এবার সামনে এল এই মাইক্রো ওয়েব সিরিজের দ্বিতীয় টিজার। ১ মিনিট ৩৮ সেকেন্ডের এই ভিডিওতে পরতে পরতে রয়েছে অপহরণ ও বিস্ফোরণের রোমহর্ষক কিছু মুহূর্ত।

কলকাতায় বিস্ফোরণের ছক কষেছে একদল জঙ্গি। শহরের বিভিন্ন জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটাতে চায় তারা। উদ্দেশ্য, ভয়ঙ্কর সন্ত্রাসবাদী আজিজকে জেল থেকে মুক্ত করা। এজন্য শহরে পা রাখা ২৫ বছরের একটি ছটফটে হাসিখুশি তরুণকে অপহরণ করে জঙ্গিরা। আনিস নামে ওই তরুণকে দিয়েই বিস্ফোরণ ঘটানোর ছক কষেছে অপহরণকারীরা। এই পরিস্থিতিতে আনিস কি পা দেবে জঙ্গিদের ফাঁদে? নাকি সেই ষড়যন্ত্রের জাল কেটে বেরিয়ে আসতে পারবে সে?

রুদ্ধশ্বাস এই গল্প নিয়েই ক্রাইম থ্রিলার ’36 Hours’। আনিসের ভূমিকায় অভিনয় করছেন আরিয়ান ভৌমিক। এছাড়াও আছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বিপ্লব কুমার সিনহা, সুকন্যা চট্টোপাধ্যায় ও আরও অনেকে। অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের প্রযোজনায় নির্মিত এই ক্রাইম থ্রিলারের পরিচালক শঙ্খ। ’36 Hours’ এই মাইক্রো ওয়েব সিরিজের পাশাপাশি Funflix নামে একটি ওটিটি প্ল্যাটফর্মও লঞ্চ করছে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। অগস্টে এই OTT-তেই স্ট্রিমিং হবে ’36 Hours’।

Share it