আশা অডিও-এর পুজোর গান
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পুজো মানেই যেমন নতুন জামা, জমিয়ে খাওয়া। তেমনই পুজো মানেই নতুন গানও। হ্যাঁ, একটা সময় পুজোয় কোন শিল্পীর গান কাকে টেক্কা দিল তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণে বসে যেত বাঙালি শ্রোতা। পুজো প্যান্ডালে বাংলা গান না বাজলে ঠিক পুজো এসেছে বলেই যেন মনে হত না। প্যান্ডাল গুলি থেকে ভেসে আসা হেমন্ত, কিশোর, মান্না, শ্যামল, আরডি, লতা, আশা, সন্ধ্যার গান মনটাই যেন অন্যরকম করে দিত। সেইদিন গেছে। এখন ডিজিট্যাল যুগ। ইউটিউবে সিঙ্গল গানই প্রকাশিত হয় শিল্পীদের। গানের সঙ্গে ভিডিও। পুজোর গানের সেই ফ্লেভার এখন অনেকটাই ফিকে। আর তাই বাংলা গানের ৯০ দশকের ফ্লেভার ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুজো উদ্যোক্তা সমাজ সেবী। আশা অডিও থেকে ডিজিট্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে তিন তিনটি নতুন বাংলা গান। যে গানগুলির শিল্পীদের নাম শুনলেই নস্ট্যালজিক হয়ে পড়বেন। তিনটি টাটকা বাংলা গানের শিল্পী কুমার শানু, অলকা যাজ্ঞিক ও অমিত কুমার। যাঁদের কণ্ঠের জাদু এখনও মন মাতায় বাঙালিদের। মঙ্গলবার লেক ক্লাবে পণ্ডিত অজয় চক্রবর্তী, উস্তাদ রশিদ খান ও প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল সেই ‘ফিরে পাওয়া’ শীর্ষক অ্যালবামের গানগুলি। ছিলেন বেঙ্গল পিয়ারলেস কর্তা কেতন সেনগুপ্ত ও সমাজ সেবী সংঘের সাধারণ সম্পাদক অরিজিৎ মৈত্র ও আশা অডিওর ডিরেক্টর অপেক্ষা লাহিড়ী। গানগুলি লিখেছেন উৎপল দাস, সোহম মজুমদার, প্রিয় চট্টোপাধ্যায়। সুর দিয়েছেন শিলাদিত্য-রাজ। তিনটি গানেই ৮০, ৯০-এর দশকের মেলোডি রাখা হয়েছে বলে দাবি করেছেন সুরকার জুটি।

পণ্ডিত অজয় চক্রবর্তী ও উস্তাদ রশিদ খানও দাবি করেছেন, এই গানগুলি শুনলে বাঙালি অতীতের মেলোডির আমেজ পাবেন।

আশা অডিওর ডিরেক্টর অপেক্ষা লাহিড়ী জানিয়েছেন দর্শক শ্রোতারা একশো শতাংশ মেলোডি নতুন গানের মাধ্যমে ফিরে পাবেন।

সমাজ সেবী সংঘের কর্মকর্তা অরিজিৎ মৈত্র জানিয়েছেন, পুজোয় বাঙালির কাছে শারদ অর্ঘ্য হিসেবে এই গানগুলি নিয়ে আসা হয়েছে।

Share it