নিউজ ওয়েভ ইন্ডিয়া: রে। ভারতীয় তথা বিশ্ব চলচ্চিত্রে রে অর্থাৎ সত্যজিৎ রায় নামটাই যথেষ্ট। যাঁর প্রতিটি ছবির নির্মাণশৈলী নিয়ে মুগ্ধতা বিস্ময়ের ঘোর আজও কাটেনি সিনেমা বিশেষজ্ঞদের। আজীবন তা থাকবেও। যেমন সত্যজিতের কম্পোজিশনের গুণমুগ্ধ বর্তমান যুগের স্বনামধন্য মিউজিক ডিরেক্টর দেবজ্যোতি মিশ্র। আর তাঁর জীবনে রে ফ্যাক্টর এতটাই যে কম্পোজার সত্যজিৎ রায়কে নিয়ে লিখে ফেলেছেন গোটা একটা বই। যার নাম ‘কম্পোজার সত্যজিৎ’। বুধবার সন্ধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজের অডিটোরিয়ামে হয়ে গেল সেই বইটির আনুষ্ঠানিক প্রকাশ।
লেখক ও সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপাল রেভারেন্ড ফাদার ডোমিনিক স্যাভিও, বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়, পরিচালক অনীক দত্ত, চলচ্চিত্র বিশেষজ্ঞ অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, সত্যজিৎ গবেষক দেবাশিস মুখোপাধ্যায়, বিশিষ্ট অভিনেতা বরুণ চন্দ ও অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবির নায়ক জীতু কামাল ও আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।
বইটিতে বিশিষ্ট ফোটোগ্রাফার নিমাই ঘোষের তোলা সত্যজিৎ রায়ের বেশ কয়েকটি দুর্লভ ছবিও স্থান পেয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সত্যজিতের কম্পোজিশনের বেশ কয়েকটি পিস বাজিয়ে শ্রোতাদের সামনে পরিবেশন করেন দেবজ্যোতি মিশ্র ও তাঁর সহকারী শিল্পীরা। মিউজিক পিসগুলির মাঝে মাঝে সত্যজিতের সিনেমায় তার প্রয়োগগুলিও ব্যাখ্যা করেন দেবজ্যোতি মিশ্র।