স্বেচ্ছাসেবী সংস্থা IPER-এর অনুষ্ঠানে শিল্পী সৌমিত্র রায় ও শাঁওলি সেন
Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: ইনস্টিটিউট অফ সাইকোলজিকাল এন্ড এডুকেশনাল রিসার্চ বা IPER-এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বিড়লা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থার কচিকাঁচারা ছাড়াও অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী ও বাংলা ব্যান্ড ভূমির অন্যতম সদস্য সৌমিত্র রায় ও বিশিষ্ট যন্ত্রসংগীত শিল্পী শাঁওলি সেন।

স্বেচ্ছাসেবী সংস্থা ইনস্টিটিউট অফ সাইকোলজিক্যাল আ্যান্ড এডুকেশনাল রিসার্চের ডিরেক্টর বিজলি মল্লিক জানান, সংস্থাটি ৫১ বছর পূর্ণ করেছে ইতিমধ্যেই। মূলত তারা মহিলা ও শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে বিভিন্ন রকমভাবে কাজ করে আসছেন। ভবিষ্যতেও এভাবে নারী ও শিশু কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে বদ্ধপরিকর তাঁরা।

সংগীত শিল্পী সৌমিত্র রায় উপস্থিত দর্শক শ্রোতাদের সামনে ভূমি ব্যান্ডের বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন।

কিংবদন্তি ভি বালসারার সুযোগ্য শিষ্যা বিশিষ্ট যন্ত্রসংগীত শিল্পী শাঁওলি সেনও বেশ কয়েকটি পুরনোদিনের জনপ্রিয় গান পিয়ানো অ্যাকোডিয়ান ও হারমোনিকার মাধ্যমে পরিবেশন করেন।

সবমিলিয়ে উপভোগ্য সন্ধ্যা উপহার দিয়েছিল IPER-এর সদস্যরা।

Share it