নিউজ ওয়েভ ইন্ডিয়া: গণেশ চতুর্থী আসন্ন। গণপতি বাপ্পার আরাধনায় মাততে চলছে গোটা ভারত। সেই উপলক্ষে এবার বলিউড সিঙ্গার শ্রেয়া ঘোষালের গলায় শোনা যাবে গণেশ আরাধনা। ইউটিউবে সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন গান।
সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন গানের খবর শেয়ার করেছেন শ্রেয়া। তিনি লিখেছেন, ‘জয়দেব জয়দেব আরতি সব প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে গিয়েছে। আমার জীবনে গণেশ আরতির বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে গণেশ চতুর্থীর সময় এর মাহাত্ম্য অন্যরকম। এই গানটা রেকর্ড করতে পেরে আমার খুব ভাল লাগছে।’
কয়েক মাস আগে মা হয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। ছেলেকে নিয়েই দিনের বেশি সময় কাটছে তাঁর। তবে তারই মাঝে ধীরে ধীরে কাজের জগতে ফিরছেন। যে গুটিকয়েক কাজ নতুন মা হওয়ার পর তিনি করেছেন, তার মধ্যে অন্যতম এই গানটি। নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে সেই খুশির খবর শেয়ার করেছেন বলিউডের কোকিলকণ্ঠী গায়িকা শ্রেয়া ঘোষাল।