Arshi Khan
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: গণেশ চতুর্থীতে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ট্রোলড হওয়ায় মন খারাপ অভিনেত্রী আরশি খানের।

বিগ বস (Bigg Boss) খ্যাত অভিনেত্রী সংবাদ সংস্থাকে বলেন, “ভারত এমন একটি দেশ যেখানে সব ধর্মের প্রতি সম্মান জানানো হয়। সব ধর্মের সব উৎসবেই মানুষ অংশগ্রহণ করে থাকে। আমার হিন্দু বন্ধুরা ঈদে যোগ দেন আবার আমিও গণেশ চতুর্থী, দিওয়ালিতে সকলকে শুভেচ্ছা জানাই। এখানে আমি কোনও তফাৎ দেখতে পাই না। কিন্তু, আমি গণেশ পুজো উদযাপনের ছবি পোস্ট করতেই আমাকে সমালোচনার শিকার হতে হচ্ছে। কেউ কেউ বলছেন, আমি নাকি এটা প্রচারের জন্য করছি। কেউ আবার বলছেন, এটা আমার উৎসব নয়। আমার ধর্ম নিয়েও কেউ প্রশ্ন তুলছেন। আমি সত্যিই ব্যথিত।”

Arshi Khan
Arshi Khan

আরশি খান মনে করেন, যাঁরা ধর্মের মধ্যে বিভেদ খোঁজেন, তাঁরা কোনও ধর্মকেই সম্মান করেন না, তাঁরা ধার্মিক নন।

বলিউডে একটু একটু করে নিজের জায়গা পাকা করছেন আরশি খান। ইতিমধ্যেই ‘ত্রাহিমাম’ নামে একটি বলিউড ছবিতে কাজ করেছেন তিন। ছবিটি খুব শিগগিরই রিলিজ করবে।

Share it