নিউজ ওয়েভ ইন্ডিয়া: বলিউডের গুঞ্জন চলছিল। কান পাতলেই শোনা যাচ্ছিল কিম শর্মা is dating with Leander Paes। যদিও এতদিন মুখ খোলেননি দু’জনের কেউই। কিন্তু সোমবারই ইনস্টাগ্রামে প্রাক্তন টেনিস তারকার সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে তাতে সিলমোহর দিলেন স্বয়ং অভিনেত্রী। লিয়েন্ডার পেজের মধ্যে নাকি মন বিনিময় হয়েছে এ সম্পর্কে নিশ্চিত বিনোদুনিয়া।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে কিম এবং লিয়েন্ডার (Leander Paes) দু’জনকেই হাসিমুখে ঘনিষ্ঠভাবে ধরা দিয়েছেন। সাদা পোশাকে আকর্ষণী লাগছিল কিমকে। বরাবরই হ্যান্ডসম লিয়েন্ডার নীল শার্ট এবং ডেনিমে। তারকা যুগলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নিমেষেই।
উল্লেখ্য, ব্যবসায়ী আলি পঞ্জানির সঙ্গে ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় কিম শর্মার। মাত্র সাত বছরেই সম্পর্কে ইতি টানেন তাঁরা। তারপর হর্ষবর্ধন রাণের সঙ্গেও ২ বছরের বেশি স্থায়ী হয়নি সম্পর্ক। ২০১৯ সালে সম্পর্ক থেকে সরে আসেন তাঁরা। এদিকে, প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজও মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁদের এক কন্যাসন্তানও আছে।