নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফের শোকাচ্ছন্ন বলিউড। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। মাত্র ৪০ বছর বয়স হয়েছিল তাঁর। ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁর মা ও দুই বোন রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন তিনি। এর পরে আর ঘুম থেকে ওঠেননি সিদ্ধার্থ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।
Shocked to know about #SiddharthShukla ‘s death. Totally numb. Never met him personally but used to watch him on television and SM. Life is so unpredictable . He was just 40. हो क्या रहा है ?
— Sudhir Chaudhary (@sudhirchaudhary) September 2, 2021
Bigg Boss 13-এর বিজয়ী টেলি অভিনেতা সিদ্ধার্থ শুক্লার জন্ম ১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বইয়ে। বালিকা বধূ, দিল সে দিল তক-এর মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। অংশ নিয়েছেন Jhalak Dikhhla Jaa 6, Fear Factor: Khatron Ke Khiladi-র মতো রিয়্যালিটি শোয়েও। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ছবিতে আলিয়া ভট্ট এবং বরুণ ধবনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
সঞ্চালক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সিদ্ধার্থ। ‘সাবধান ইন্ডিয়া’ এবং ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’ -এর মতো রিয়্যালিটি শোতে তিনি সঞ্চালনা করেছিলেন। এর পর ২০১৯ সালে ‘Bigg Boss’-এর ১৩তম সিজনে অংশগ্রহণ করে বিজয়ী হন সিদ্ধার্থ।