ভারতের তালিবান-পন্থী মুসলিমদের একহাত নিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বুধবার একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। যাঁরা তালিবানদের প্রশংসা করেছেন বা তালিবানদের ক্ষমতা দখলে উচ্ছ্বাস দেখিয়েছেন, ভিডিওটিতে তাঁদের কড়া ভাষায় সমালোচনা করেছেন বলিউড অভিনেতা।
I am so glad #NaseeruddinShah has spoken against the inhuman and barbaric Taliban. I hope more and more educated and creative Muslims (specially from Bollywood) speak against these enemies of humanity. Bravo, Naseer Bhai. pic.twitter.com/RZUSGaugIe
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) September 2, 2021
ভিডিওটিতে হিন্দুস্থানী ইসলামের মাহাত্ম্য ব্যাখ্যা করে নাসিরুদ্দিন বলেন, ভারতীয় মুসলমানদের আত্মসমীক্ষার সময় এসেছে, তাঁরা নিজেদের ধর্মের অগ্রগতি চান নাকি পুরনো বর্বরতার সঙ্গে বসবাস করতে চান।
নাসিরুদ্দিন শাহ আরও বলেন, “আফগানিস্তানে তালিবানদের ক্ষমতায় আসা গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয়। ঠিক সেভাবেই বর্বরদের প্রত্যাবর্তনে ভারতীয় মুসলমানদের কিছু অংশের উচ্ছ্বাস-উদযাপনও যথেষ্ট বিপজ্জনক। সময় এসেছে, প্রত্যেক ভারতীয় মুসলমানের নিজেকে প্রশ্ন করার। তাঁরা তাঁদের ধর্মে সংস্কার ও আধুনিকতা চায়, নাকি মধ্যযুগীয় বর্বরতাকে সঙ্গে নিয়ে বাঁচতে চায়।”