নিউজ ওয়েভ ইন্ডিয়া: বাংলাদেশি অভিনেত্রী পরীমনির পাশে ফের দাঁড়ালেন বিখ্যাত সাহিত্যিক তসলিমা নাসরিন। ২৬ দিন পর জামিন পেয়েছেন পরীমনি। কিন্তু, তাঁকে বাড়িতে বসবাস দেওয়া হচ্ছে না। তাঁকে বাড়ি ছাড়ার নোটিস দিয়েছে মালিক। এই অবস্থায় অসহায় বোধ করছেন জনপ্রিয় অভিনেত্রী। এই অবস্থায় পরীমনির পাশে সকল শুভানুধ্যায়ীকে থাকার আবেদন জানিয়েছেন তসলিমা।
পরীমনির সঙ্গে বর্তমানে যে ব্যবহার করা হচ্ছে, সেরকম ব্যবহার তিনিও একসময় মানুষের কাছে পেয়েছিলেন বলে জানিয়েছেন তসলিমা। একটি ফেসবুক পোস্টে তিনি বলেছেন, পরীমনির অবস্থা দেখে আমার নিজের অতীতের কথা মনে পড়ে যাচ্ছে। ২০০৭ সালে আমাকে পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী রাজ্য ছাড়াও নির্দেশ দিয়েছিলেন। এমনকী বাড়ির মালিকও আমাকে রাতারাতি বাড়ি ছাড়ার নোটিস দিয়েছিলেন। সেইসময় আমার পাশে কেউ দাঁড়াননি। খুবই অসহায় বোধ করছিলাম সেইসময়।” পুরনো সেই দিনের কথা মনে করিয়ে পরীমনির সকল শুভানুধ্যায়ীকে তাঁর পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন লেখিকা।
জেল থেকে ছাড়া পাওয়ার পরই তাঁকে বাড়ি ছাড়ার নোটিস দেওয়া হয়। ফলে আশ্রয়হীন হয়ে পড়েন পরীমণি। বাড়ির মালিক যুক্তি হিসেবে বলেছেন, পরীমনি জেল ফেরত, তাই তাঁকে ভাড়া বাড়ি ছাড়তে হবে। নোটিস পেয়েই অসহায় পরীমণির প্রশ্ন, “আমি এখন কোথায় যাব!” এমন অবস্থায় তাঁকে সমর্থন জানিয়ে আরও এক বার নেটমাধ্যমে সরব হন তসলিমা।