Taliban
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: নতুন সরকারে বিভিন্ন পক্ষকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সরকারে নারীরও ভূমিকা থাকবে। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন কাতারে তালিবানের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান শের আব্বাস স্তানেকজাই। তবে সরকারে মন্ত্রী পর্যায়ে কোন নারী থাকবেন না বলে তিনি জানিয়েছেন এবং বলেছেন গত বিশ বছরে আমেরিকান সমর্থনপুষ্ট সরকারে কাজ করা কোন নারীকে তালিবান সরকারে অন্তর্ভুক্ত করা হবে না।

শের আব্বাস স্তানেকজাই আরও বলেছেন আগামী দু-দিনের মধ্যে কাবুল বিমানবন্দর খুলে দেওয়া হবে। আফগানিস্তানের কান্দাহার শহরে তালিবান নেতারা নতুন সরকার গঠন নিয়ে তাদের তিন দিনের বৈঠক শেষ করেছে।

যদিও সমালোচকরা মনে করছেন দেশটির বাস্তব পরিস্থিতির মধ্যে তালিবান রাজনীতিকদের বক্তব্যের প্রতিফলন দেখা যাচ্ছে না। তারা বলছেন এক করছেন আরেক। তালিবান তাদের কাবুল বিজয়কে আফগানিস্তানে এক নতুন যুগের সূচনা হিসাবে দেখলেও বাস্তবে ভিন্নমতাবলম্বীরা এখনও হামলার শিকার হচ্ছেন এবং নারী ও কিশোরীদের মৌলিক অধিকারগুলো মর্যাদা দেওয়া হচ্ছে না।

Share it