Narada Ministers chargesheet
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: নারদ মামলায় চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের নাম রয়েছে চার্জশিটে। রয়েছে আইপিএস অফিসার SMH মির্জা-র নামও। সূত্রের খবর, রাজ্যের দুই মন্ত্রী ও বিধায়ককে বিধানসভার স্পিকারের মাধ্যমে সমন পাঠানো হবে। বাকি দু’জনের বিরুদ্ধে ইতিমধ্য়েই আদালতে সমন জমা পড়েছে।

২০১৬ সালে নারদা স্টিং অপারেশন ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল বঙ্গ রাজনীতিতে। রাতারাতি খবর শিরোনামে উঠে এসেছিলেন ম্যাথু স্যামুয়েল। গোপন ক্যামেরায় ঘুষ নিতে দেখা গিয়েছিল মুকুল রায়, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদ, সৌগত রায়, শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, ইকবাল আহমেদ, ফিরহাদ হাকিম, পুলিশ আধিকারিক এমএইচ আহমেদ মির্জাকে।

একুশের বিধানসভা ফল ঘোষণার পর, মে মাসে আচমকাই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্রকে গ্রেফতার করে সিবিআই। রেহাই পাননি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। শেষপর্যন্ত শর্তসাপেক্ষের চার অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ।

নারদা-চার্জশিট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘শুভেন্দু অধিকারীকেও প্রকাশ্যে টাকা নিতে দেখা গিয়েছে। তাঁর বিরুদ্ধে সিবিআই-র এফআইআর রয়েছে। এসব কি ইডি দেখতে পায় না’? বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার পালটা জানিয়েছেন, ‘আইন আইনের পথে চলবে। সমস্ত দিক দেখেই চার্জশিট দেওয়া হয়েছে।’

Share it