নিউজ ওয়েভ ইন্ডিয়া: অসুস্থ মুকুল রায়। এসএসকেএমে ভর্তি করা হয়েছে তাঁকে। উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর রুমে ভর্তি করা হয়েছে তাঁকে। মুকুল রায়ের শারীরিক অবস্থার নজরদারিতে চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। তাঁকে শারীরিকভাবে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই অসুস্থ মুকুল রায় ৷ তাঁর রক্তে যে পরিমাণ সোডিয়াম-পটাশিয়াম থাকা দরকার তা মাঝে মধ্যেই ওঠানামা করছে৷ এই ভারসাম্য নষ্ট হলে মাথা যন্ত্রণা, শারীরিক দুর্বলতা, আচ্ছন্ন ভাব দেখা দিতে পারে। মুকুল রায়ের ক্ষেত্রে ঠিক কী কী সমস্যা দেখা দিয়েছে, তা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা।