নিউজ ওয়েভ ইন্ডিয়া: পাহাড়ি নদীর প্রবল স্রোতে আটকে পড়েছিলেন চার স্থানীয় বাসিন্দা। জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের উদ্ধার করলেন ITBP-এর জওয়ানরা। ঘটনাটি উত্তরাখণ্ডের পিথোরাগড়ের মিলামের। উদ্ধারের সেই ভিডিও ভাইরাল ইতিমধ্যেই।
ITBP personnel of the 14th Battalion rescued four local people near Milam, Pithoragarh (Uttarakhand) from an altitude of 12,000 feet. These people were stranded across a mountain river for hours.@ITBP_official @prodefkohima@DefenceMinIndia @PIBDehradun@MygovU @PIBHomeAffairs pic.twitter.com/EsoWf0tuG8
— PIB in Nagaland (@PIBKohima) September 2, 2021
১২ হাজার ফিট উপরে আটকে পড়া স্থানীয় বাসিন্দাদের বীর বিক্রমে উদ্ধার করায় ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের ১৪ ব্যাটেলিয়নের জওয়ানদের উদ্দেশে প্রশংসা বার্তা আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।