ITBP rescue
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পাহাড়ি নদীর প্রবল স্রোতে আটকে পড়েছিলেন চার স্থানীয় বাসিন্দা। জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের উদ্ধার করলেন ITBP-এর জওয়ানরা। ঘটনাটি উত্তরাখণ্ডের পিথোরাগড়ের মিলামের। উদ্ধারের সেই ভিডিও ভাইরাল ইতিমধ্যেই।


১২ হাজার ফিট উপরে আটকে পড়া স্থানীয় বাসিন্দাদের বীর বিক্রমে উদ্ধার করায় ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের ১৪ ব্যাটেলিয়নের জওয়ানদের উদ্দেশে প্রশংসা বার্তা আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Share it