নিউজ ওয়েভ ইন্ডিয়া: কারণে অকারণে কাউকে ‘প্র্যাঙ্ক’ করা আজকাল জলভাত হয়ে দাঁড়িয়েছে। এতে যে ব্যক্তিকে প্র্যাঙ্ক করা হচ্ছে মানে যার ওপর প্রয়োগ হচ্ছে, তাঁর অবস্থা খারাপ হয়ে গেলেও, যিনি প্র্যাঙ্ক করছেন তিনি ভারি মজা পান। আর সোশ্যাল মিডিয়ায় সেইসব প্র্যাঙ্ক ভিডিও দেখতেও লোকে বেশ পছন্দ করছে। কিন্তু, এই প্র্যাঙ্কের ফলেই কেউ ট্রমাটাইজড হয়ে যেতে পারেন বা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। এমনকী মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যে কারও। এবার এই প্র্যাঙ্ক নিয়েই KLIKK-এ আসছে ওয়েব সিরিজ ‘প্র্যাঙ্কেস্টাইন’। রবিবার তার ট্রেলার ও মিউজিক রিলিজ হল KLIKK-এর স্টুডিওতে।
সিরিজের পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়। যার মুখ্য ভূমিকায় অভিনেতা হিসেবে দেখা যাবে কৌশিক গাঙ্গুলিকে। ২২ এপ্রিল থেকে KLIKK OTT প্ল্যাটফর্মে দেখা যাবে এই সাইকোলজিক্যাল থ্রিলার। কৌশিক গাঙ্গুলি ছাড়াও ইপ্সিতা কুণ্ডু, শ্রীতমা দে, দীপ ও রেমোর মতো বেশ কয়েকজন নবাগত অভিনেতাকে দেখা যাবে এই ওয়েব সিরিজে। পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায় জানিয়েছেন, এর আগে প্র্যাঙ্ক বিষয় নিয়ে কোনও সিনেমা বা সিরিজ হয়নি। আর এই গল্পের মধ্যে একটা সামাজিক বার্তাও আছে। তাই কোনওমতেই মিস করা যাবে না এই সিরিজ।
দেশ বিদেশে বহু পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলিকে এই সিরিজে দর্শকরা ফের অভিনেতা হিসেবে ফিরে পেতে চলেছেন। ‘প্র্যাঙ্ক’ বিষয়টিকে তিনি কীভাবে দেখেন, সেই প্রশ্নের উত্তরে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, “ছোটোবেলায় ভাই-বোন, বন্ধু-বান্ধবীদের ভয় দেখানো হত। তাতে সমস্যা ছিল না। কিন্তু, এটা বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে এক শ্রেণির মানুষের পেশা হয়ে দাঁড়িয়েছে। আর এটাই ক্ষতিকারক হয়ে যাচ্ছে। কোনও কিছুরই বাড়াবাড়ি ভালো নয়।”
সিরিজের সঙ্গীত পরিচালক রাজদীপ গঙ্গোপাধ্যায় জানালেন, তিনি বরাবরই চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করেন। তাই এই সিরিজের মিউজিক করার প্রস্তাব পেতেই না করেননি। ছবিতে রূপঙ্কর বাগচীর যে গানটি রয়েছে, তা গল্পের চরিত্র বিরোধী। কিন্তু, গানটি তৈরি করে বেশ তৃপ্তি পেয়েছেন তিনি।
ছবির তরুণ অভিনেতা ইপ্সিতা, রেমো ও শ্রীতমা বলেন, প্র্যাঙ্কেস্টাইনে তাঁরা বেশ মজার ছলেই কাজ করেছেন। সাগ্নিক দা তাঁদের যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। আর কৌশিক গাঙ্গুলির মতো একজন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েও তাঁরা অত্যন্ত গর্বিত। তবে ‘প্র্যাঙ্ক’ বিষয়টিকে ব্যক্তিগতভাবে তাঁরা একেবারেই পছন্দ করেন না বলেও জানিয়েছেন শ্রীতমারা।
সিরিজে রয়েছে দুটি গান। একটি গান গেয়েছেন রূপঙ্কর বাগচী। তিনিও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন। অপর গানটি রবীন্দ্রসংগীত। গেয়েছেন তরুণ প্রতিভাবান শিল্পী বিদিশা ও অতনু। অতনু আবার এই সিরিজের সহকারী সংগীত পরিচালক ও সাউন্ড ইঞ্জিনিয়ারও। প্র্যাঙ্কেস্টাইনের মতো একটি অভিনব বিষয়ে জমজমাট ওয়েব সিরিজ দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন।