নিউজ ওয়েভ ইন্ডিয়া: বড়পর্দায় মুক্তি পেতে চলেছে সদ্য প্রয়াত টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক ও অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় অভিনীত শেষ ছবি ‘পঞ্চভূজ’। শনিবার নন্দনে প্রকাশিত হল এই ছবির পোস্টার, ট্রেলার ও মিউজিক। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা ছাড়াও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বহু উজ্জ্বল ব্যক্তিত্ব। তবে সবচেয়ে বড় আকর্ষণ ছিল এদিন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় ও মেয়ে ডল-এর উপস্থিতি।
ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা রাণা বন্দ্য়োপাধ্যায়ের। প্রযোজক সৌমেন চট্টোপাধ্যায়। পরিবেশনা শ্রী দে লা’আর্ট। সুরকার চন্দন রায় চৌধুরী। পরিচালক রানা বন্দ্য়োপাধ্যায় বলেন, “চরিত্র সৃষ্টির সময় থেকেই মিঠু দার কথা মনে হয়েছিল তাঁর। তাঁকে কেন্দ্র করেই ছবির গল্প আবর্তিত হয়েছে। কিছু সংলাপও যেন কোথাও এসে সত্যি হয়ে গেছে মিঠু দার ক্ষেত্রে। এই বিশেষ দিনে মিঠু দাকে আমরা সবাই খুব মিস করছি।”
একই বক্তব্য শোনা গেল ছবির প্রযোজক সৌমেন চট্টোপাধ্যায়ের মুখে। অভিষেক চট্টোপাধ্যায়ের কথা উঠতেই চোখে জল চলে আসে তাঁর। তিনি বলেন, “এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মিঠু দা। তাঁর হাতেই এই সম্মান তুলে দেওয়া গেল না। এটাই সবচেয়ে বড় বেদনার।”
অভিষেক চট্টোপাধ্যায়ের অকালে চলে যাওয়াকে মন থেকে কিছুতেই মেনে নিতে পারছেন না পঞ্চভূজ ছবির সহ অভিনেত্রী সোমা মুখোপাধ্যায়। তিনি বললেন, “মিঠু দা আবার দেখা হবে বলে কথা দিয়েছিলেন, কিন্তু কথা রাখলেন না। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয়ের মুহূর্তগুলো সারাজীবন আমার মনে থাকবে।”
টেলিভিশনের একটি অন্যতম জনপ্রিয় সিরিয়ালে অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন প্রবীন অভিনেতা দুলাল লাহিড়ী ও অভিনেত্রী তৃণা সাহা। ছবির পোস্টার, ট্রেলার ও মিউজিক লঞ্চে এসে চোখের জল ধরে রাখতে পারলেন না তাঁরাও। নিউজ ওয়েভ ইন্ডিয়াকে জানালেন, সিরিয়ালে অভিনয়ের ফাঁকে মিঠুর সঙ্গে গল্প-আড্ডার মুহূর্তগুলো ভীষণভাবে মনে পড়ছে।
এদিন অনুষ্ঠানে মেয়ে ডলের হাতে বাবার প্রাপ্ত সম্মান তুলে দেওয়া হয়। স্ত্রী সংযুক্তা জানালেন, বড় একা বোধ করছেন তিনি। অভিষেকের মেয়েকে মানুষ করার স্বপ্নটাই পূরণ করতে চান তিনি।
পঞ্চভূজ ছবিতে রাঘব নামে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইন্ডাস্ট্রির প্রিয় মিঠু দাকে। অন্য একটি চরিত্রে আছেন কনীনিকা বন্দ্য়োপাধ্যায়। ৬ মে ছবিটি মুক্তি পেতে চলেছে রাজ্যের বিভিন্ন পেক্ষাগৃহে।