The Hunger Artists ছবিতে ঋত্বিক চক্রবর্তী
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ক্ষিদের জ্বালায় পেট জ্বলছে। পকেটে নেই ফুটো পয়সাও। তবুও ভুতো যুদ্ধ, হিংসার প্রতিবাদী আন্দোলনে ভুখা হরতালে নিয়োজিত। সহ্য করতে করতে খিদেও একসময় সহনশীল হয়ে যায় তাঁর কাছে। একদিন ভুতোর সঙ্গে দেখা হয় ঘনার। ঘনার বুদ্ধিতে ‘ভুতো’র ক্ষুধাও বাণিজ্যিকরণ হয়। নাটকের মাধ্যমে বাহবা কুড়োয় দর্শকদের। অর্থ উপার্জন হয়। নাম হয় ভুতোর। কিন্তু, সময়ের সঙ্গে তাও হারিয়ে যায়। ভুতো ভাবতে শুরু করে, পেট খালি থেকেও বেঁচে থাকা যায়। কিন্তু, প্রচারের আলো থেকে দূরে থাকা অসম্ভব।

Ritwick Chakraborty, Priyanka Mondal, Biswanath Basu, Kamaleswar Mukherjee
Ritwick Chakraborty, Priyanka Mondal, Biswanath Basu, Kamaleswar Mukherjee

১৯২২ সালে ‘ফ্রাঞ্জ কাফকা’র লেখা ‘A Hunger Artist’ গল্পের আধুনিক রূপ দিয়ে সেলুলয়েডে তুলে ধরেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবির চিত্রনাট্যকারও তিনি। ছবির নাম ‘The Hunger Artist’। সোমবার নন্দনের পেক্ষাগৃহে ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ বসু, প্রিয়াঙ্কা মণ্ডল অভিনীত এই ছবিটির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়।

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় জানিয়েছেন, ছবিটি রূপক হিসেবে নির্মাণ করা হলেও বর্তমান যুগেও শিল্পীদের বাস্তব পরিস্থিতির সঙ্গে তুলনা করা চলে। বাজার অর্থনীতির সঙ্গে তাল মেলাতে গিয়ে শিল্পীরাও কোথাও ‘বলি’ হচ্ছেন অহরত। ছবিটি ২০২০ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয়। ২০১৯-এ নবম মুম্বই শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশন পায়। ওই বছরই ফ্লোরেন্স ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য অফিশিয়ালি সিলেক্টেড হয় ছবিটি। ২০২০তে দাদাসাহেব ফালকে চলচ্চিত্র উৎসবেও মনোনীত হয় ছবিটি।

Share it