Miesha Aiyar
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মডেল ও অভিনেত্রী মিয়েশা আইয়ার এবার ‘Bigg Boss-15’-এ অংশ নিয়েছেন। শনিবারই তাঁর বিগ বসের ঘরে আত্মপ্রকাশ ঘটেছে। তাঁর কাছে Bigg Boss-এর মতো বড় Reality Show-এ চান্স পাওয়া ‘দারুন সুযোগ’ বলে মনে করছেন ‘Splitsvilla 12’ এবং ‘Ace of Space Season 1’-এ অংশ নেওয়া অভিনেত্রী।

সংবাদ সংস্থা IANS-কে তিনি জানিয়েছেন, “আমি জানি না কেন বেশি করে মানুষ Bigg Boss-এর এত বড় রিয়েলিটি শো-এ অংশ নিতে আগ্রহী হন না। আমার কাছে এই অফারটা ‘দারুন সুযোগ’। তাই ফোন পেতেই সিদ্ধান্ত নিতে দেরী করিনি।”

ফ্যাশন ডিভা হিসেবে সোশ্যাল মিডিয়ায় বিশাল বড় ফ্যান বেস রয়েছে মিয়েশার। এবার সেই ফ্যান বেস হু হু করে আরও বাড়বে বলে মনে করছেন মিয়েশা। তিনি বলেন, “আমরা বিনোদন জগতে আসি একটা কারণ নিয়ে। আমরা সকলেই সফল হতে চাই, নাম ও অর্থ অর্জন করতে চাই। আমি যদি বলি ‘Bigg Boss’-এ আমি অভিজ্ঞতা অর্জন করতে এসেছি, সেটা মিথ্যে বলা হবে। আমি নিশ্চিত এটা আমার কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

Share it