Shahrukh Aryan
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মাদককাণ্ডে নাম জড়াল শাহরুখ-পুত্র আরিয়ান খানের। মুম্বই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাদের মধ্যে রয়েছেন শাহরুখ-পুত্রও। জেরা করা হচ্ছে আরিয়ানকে। রবিবার তাদের সবাইকেই মুম্বইয়ে ফিরিয়ে আনা হচ্ছে।


পুলিশ সূত্রে খবর, বলিউডের পাশাপাশি ফ্যাশন জগতের অনেকেই উপস্থিত ছিলেন সেই রেভ পার্টিতে। গোপনসূত্রে সেখানে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই ছদ্মবেশে ওই ক্রুজেই ঘাপটি মেরে বসেছিলেন তদন্তকারী গোয়েন্দা কর্তারা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে জোরদার মাদক বিরোধী অভিযান চালাচ্ছে NCB। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের জেরার মুখে পড়েছেন অনেক বলিউড তারকাই। তাঁদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীতরা। সম্প্রতি অর্জুন রামপালের প্রেমিকার ভাইকেও গ্রেফতার হয় মাদক কাণ্ডে। অধিকাংশ বলিউড তারকাই মাদক কাণ্ডে জড়িত বলে NCB আধিকারিকদের হাতে তথ্য এসেছে।

Share it