নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফের মহার্ঘ পেট্রল-ডিজেলের দাম। এই নিয়ে চারবার বাড়ল জ্বালানির দাম। অতীতের সব রেকর্ড ছাপিয়ে রবিবার নয়া মাইলস্টোন ছুঁয়েছে জ্বালানির মূল্য। কলকাতায় পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৩ টাকার গণ্ডি।
শনিবারের পর এদিনও বাড়ল পেট্রল-ডিজেলের দাম। গোটা দেশে রবিবার লিটারপ্রতি পেট্রলে মূল্য বেড়েছে ২০-৩০ পয়সা। কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ৩০ পয়সা বেড়ে হয়েছে ১০৩ টাকা ৭ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটারপিছু বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৮৭ টাকা।
#Diesel prices rise by over Rs 2.15 per litre in last 10 days to reach historic high levels across the country pic.twitter.com/NnIEM8QkAQ
— IANS Tweets (@ians_india) October 3, 2021
রবিবার দিল্লিতেও পেট্রলের মূল্য সর্বকালীন রেকর্ড গড়েছে। এক লিটার পেট্রলের দাম ১০২.৩৯ টাকা। ডিজেল মূল্য ৯০.৭৭ টাকা।
জ্বালানির মূল্য আরও বেশি মুম্বইয়ে। বাণিজ্যনগরীতে রবিবার লিটারপ্রতি পেট্রল ও ডিজেলের মূল্য যথাক্রমে ১০৮.৪৩ ও ৯৮.৪৮ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বেশি হওয়ার কারণেই এই দামবৃদ্ধি বলে জানিয়েছে পেট্রপণ্য উৎপাদনকারী সংস্থাগুলো।