Vajra Tank
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পূর্ব লাদাখে প্রথমবার অত্যাধুনিক দেশীয় প্রযুক্তিতে তৈরি K9-Vajra কামানবাহী ট্যাঙ্ক মোতায়েন করল ভারতীয় সেনা। চিন-ভারত সীমান্তের LoC বরাবর এলাকা জুড়ে টহলরত ভারতীয় সেনার হাতে এই ট্যাঙ্ক তুলে দেওয়া হল। এই কামানের রেঞ্জ ৫০ কিলোমিটার পর্যন্ত। শত্রুপক্ষকে একঘায়ে কুপোকাত করতে পুরোদস্তুর সক্ষম এই অত্যাধুনিক কামান সেনাবাহিনীর হাতে আসায় সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হল।

প্রসঙ্গত, গত বছর পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চিনা সেনা। লড়াইয়ে ভারতের ২০ জওয়ান শহিদ হয়। আরও বেশি ক্ষয়ক্ষতি হয় লালফৌজের। তবে সেই তথ্য প্রকাশ্যে আনেনি বেজিং। এরপরেই ভারত লাদাখ সীমান্তে নজরদারি বাড়াতে সচেষ্ট হয়।


এদিকে গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি সই করেছে চিন। এই চুক্তি অনুযায়ী এবার লালফৌজের সঙ্গে সীমান্তে মোতায়েন থাকবে পাক সেনার অফিসাররা। গোয়েন্দা রিপোর্ট মোতাবেক, প্রতিরক্ষা সংক্রান্ত তথ্যের আদানপ্রধান করতে চুক্তি সই করেছে ইসলামাবাদ ও বেজিং।

কূটনৈতিক মহলের মতে, ভারতকে চাপে ফেলতে পাকিস্তানের সঙ্গে এই ষড়যন্ত্র করছে চিন। আমেরিকা সহ প্রায় গোটা বিশ্ব বর্তমানে আফগানিস্তানে তালিবান শক্তির উৎপত্তি নিয়ে ব্যস্ত। আর সেই সুযোগে পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতকে চাপে রাখার কৌশল নিচ্ছে চিন।

Share it