Yohani at Bigg Boss
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ‘Bigg Boss15’-এ ‘উইকেন্ড কা ভার’-এ এবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কান সেনসেশন ‘মানিকে মাগে হিতে’ গায়িকা Yohani Diloka De Silva। Bigg Boss হোস্ট বলিউড তারকা সলমন খানের সঙ্গে একমঞ্চে দাঁড়াতে দেখা যাবে তাঁকে। নবরাত্রি স্পেশাল হিসেবে এই এপিসোড টেলিকাস্ট করবে সম্প্রচারকারী টিভি চ্যানেল।


Yohani-এর সঙ্গে ‘Bigg Boss’-এর মঞ্চে উপস্থিত থাকবেন আরও অনেকে। থাকবেন নিক্কি তাম্বোলি, রাখি সাওয়ান্ত, রাহুল বৈদ্য, অর্জুন বিজলানি, আস্থা গিল, নিয়া শর্মা এবং করণ প্যাটেল।


Yohani নিজেও ‘Bigg Boss’-এর মতো মঞ্চে উপস্থিত থাকতে পেরে খুবই খুশি। তিনি বলেন, “এটা দারুন একটা অভিজ্ঞতা ছিল। আমি সলমন খানের মতো তারকার মুখোমুখি হতে পেরে দারুন উত্তেজিত।” সলমনের সঙ্গে কাটানো কয়েকটি বিশেষ মুহূর্তের কথাও জানিয়েছেন Yohani। তিনি বলেন, “আমি তাঁকে গানটি শেখানোর সুযোগ পেয়েছি। তিনি আমার সঙ্গে গেয়েওছেন।”

Share it