Mimi Dance
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মিমি চক্রবর্তী ধুনুচি নাচের ছবি Viral নেট দুনিয়ায়। মহানবমীর সন্ধ্যায় কসবায় নিজের অ্যাপার্টমেন্টের পুজোয় ধুনুচি নাচ করতে দেখা যায়। নিজের ইন্সটাগ্রাম পেজে সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।


অ্যাপার্টমেন্টের সকলের সঙ্গে মহানবমীর শুভেচ্ছা বিনিময় করেন মিমি। সঙ্গে ছিলেন তাঁর মা-ও। জনপ্রিয় অভিনেত্রীর ধুনুচি নাচ ক্যামেরা বন্দি করতে শুরু করেন মণ্ডপে উপস্থিত প্রতিবেশীরা। মিমির মাও ঢাকের তালে তালে কোমর দোলান। সবমিলিয়ে জমজমাট মিমির মহানবমীর সন্ধ্যা।

Share it