নিউজ ওয়েভ ইন্ডিয়া: ডিসেম্বরের শীতে বাঙালি সিনেমাপ্রেমী দর্শকরা ক্রাইম থ্রিলারের স্বাদ পেলেন। মুক্তি পেল অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ছবি ‘অন্তর্ধান’। শুক্রবার অ্যাক্রোপলিস মলের সিনেপলিসে এই ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন ছবির প্রায় সমস্ত কলাকুশলীরা।
হিমাচলের পাহাড়ে ঘেরা মনোরম পটভূমিতে তৈরি হয়েছে এই বাংলা থ্রিলার। একদিন হঠাৎই নিখোঁজ হয়ে যায় পরমব্রত-তনুশ্রীর কিশোরী মেয়ে জিনিয়া। তারপর তাঁকে খুঁজে বের করা নিয়েই ঘনীভূত হতে থাকে রহস্য। রজতাভ দত্তকে এই ছবিতে দেখা যাচ্ছে এক জাঁদরেল পুলিশ অফিসারের ভূমিকায়। মমতা শঙ্করও এখানে এক রহস্যে মোড়া বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন। জিনিয়ার বাবা-মায়ের চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন পরমব্রত ও তনুশ্রী। কোভিডের ভীতি সরিয়ে আবার যে দর্শকরা হলমুখী হয়েছেন তার বিশেষ তারিফ করেছেন সকলে।
ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য নিউজ ওয়েভ ইন্ডিয়াকে জানালেন থ্রিলারের মধ্যেও এই ছবিতে চমক রাখার চেষ্টা করেছেন। তাঁর আশা ডিসেম্বরের শীতে বাঙালি দর্শকরা ভালোমতো উপভোগ করবেন এই ছবি।
বাংলা তথা ভারতীয় ছবিতে সর্বপ্রথম ডিজিটাল স্ট্র্যাটেজির সাহায্য নেওয়া হয়েছে অন্তর্ধান সিনেমায়। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট অয়নজিৎ সেন এই ছবির ডিজিটাল বিপনন কৌশল তৈরি করেছেন।
ছবির সুর ও আবহ রাতুল শঙ্কর ও বিশ্বদীপ বিশ্বাসের। নিউজ ওয়েভ ইন্ডিয়াকে রাতুল শঙ্কর জানিয়েছেন, বরাবরের মতো এই ছবিতেও সাউন্ড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি। এবং এই কাজটিও তিনি বেশ উপভোগ করেছেন।