Harnaz Sandhu
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সুস্মিতা সেন, লারা দত্তের পর হরনাজ় সিন্ধু। তৃতীয় ভারতীয় সুন্দরী হিসেবে মিস ইউনিভার্সের খেতাব জয় করলেন এই তন্বী মডেল। এর আগে ১৯৯৪ সালে সুস্মিতা সেন, ২০০০ সালে লারা দত্তের মাথায় উঠেছিল মিস ইউনিভার্সের মুকুট।

ইজ়রায়েলের ইলায় আয়োজিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় জয়ী চণ্ডীগড়ের ২১ বছরের এই তরুণী। প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা মাওয়ানে কে ফাইনাল রাউন্ডে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পঞ্জাবী এই তরুণী। মিস ইউনিভার্স হরনাজ় সান্ধুকে এদিন সেরার মুকুট পরিয়ে দেন ২০২০-এর ‘মিস ইউনিভার্স’, মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা।


মাত্র ১৭ বছর বয়সে হরনাজ সান্ধু, বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় তাঁর যাত্রা শুরু করেন। এর আগে তিনি ‘মিস ডিভা ২০২১’-এর খেতাব ও ‘ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব ২০১৯’-এর তকমাও জিতেছেন। এছাড়াও তিনি পঞ্জাবী ছবি ‘ইয়ারা দিয়া পু বরা’ ও ‘বাই জি কাট্টুঙ্গে’-তেও কাজ করেছেন।

Share it