KIFF
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাজ্যে করোনা সংক্রমণ লাগামছাড়া হলেও নির্ধারিত সময়েই শুরু হবে ২৭ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। তবে নির্দিষ্ট আসনের অর্ধেক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। সেইসঙ্গে মঙ্গলবার শিশিরমঞ্চে উৎসবের সিনেমার সূচিও প্রকাশিত হয়েছে।

এবারের চলচ্চিত্র উৎসবে প্রবাদপ্রতীম পরিচালক সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং বিখ্যাত বিদেশি পরিচালক মিকলোস জ্যাসোঁকে শ্রদ্ধা জানানো হবে।

রাজ্য সহ গোটা দেশজুড়ে দাপট দেখাচ্ছে করোনা। বেশিরভাগই নয়া স্ট্রেন ওমিক্রন। আর তারই আংশিক প্রভাব পড়তে চলেছে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসব (KIFF)-এর উদ্বোধনী অনুষ্ঠানে। ৭ জানুয়ারি নজরুল মঞ্চের বদলে নবান্ন সভাগৃহ থেকে চলচ্চিত্র উৎসবের ভার্চুয়াল উদ্বোধন হবে।

Share it