নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফের কোভিড পজিটিভ বাবুল সুপ্রিয়। এই নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেস নেতা ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী। মঙ্গলবার টুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন বাবুল সুপ্রিয়।
প্রাক্তন সাংসদ জানিয়েছেন, তাঁর স্ত্রী, বাবা এবং বেশ কয়েকজন স্টাফও কোভিড পজিটিভ। পাশাপাশি প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী করোনা চিকিৎসায় ব্যবহৃত ককটেল থেরাপি খরচ কমানোর জন্য কেন্দ্রের কাছে টুইট করে আবেদন জানিয়েছেন।
টুইটে বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেন। টুইটে লেখেন, “আমি, আমার স্ত্রী-বাবা সহ একাধিক স্টাফ করোনা পজিটিভ। কিন্তু আমার চিন্তা, করোনা চিকিৎসায় যে ককটেল ওষুধ দেওয়া হচ্ছে, তার খরচ ৬১ হাজার টাকা। আমার বাবার বয়স ৮৪। তাঁকে এই ইঞ্জেকশন দিতে হবে। আমি এর ব্যবস্থা করে নেব। কিন্তু, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ এটি কীভাবে কিনবে ? দুটি ভ্যাকসিনের ডোজ নিয়েও মানুষ সংক্রমিত হচ্ছেন। তাই, ভ্যাকসিন অভিযানের পাশাপাশি সরকারি হাসপাতালেও এই ককটেল ইঞ্জেকশনটি পাওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে। এটা জরুরি।”
গত বছরও করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন দ্বিতীয়বার স্ত্রী সহ করোনা আক্রান্ত হয়েছিলেন বাবুল সুপ্রিয়। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হন। সেই সময়ে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে লড়েছিলেন তিনি।