নিউজ ওয়েভ ইন্ডিয়া: হোটেল বন্ধ। তবে খোলা থাকছে তারাপীঠ মন্দিরের দ্বার। যদিও প্রবেশের ক্ষেত্রে ভক্তদের মানতে হবে বিধিনিষেধ। মন্দিরে একসঙ্গে ৫০ জনের বেশি ভক্তকে ঢুকতে দেওয়া হবে না। মন্দিরে ঢুকতে পারবেন না অন্য জেলা বা রাজ্য থেকে আসা ভক্তরা।
করোনা পরিস্থিতিতে তারাপীঠ মন্দির খোলা থাকবে কিনা তা ঠিক করতে সোমবার বৈঠকে বসেছিলেন তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি (TRDA)। সেই বৈঠকে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার থেকে রাজ্য সরকার করোনা অতিমারির কারণে বিধিনিষেধ আরোপ করেছে। বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলির উপর বেশি নজরদারি থাকছে রাজ্য প্রশাসনের। সেই হিসেবে তারাপীঠ মন্দিরকেও পর্যটন কেন্দ্রের মধ্যে ধরেছে জেলা প্রশাসন। বিধিনিষেধের জেরেই মঙ্গলবার সকাল থেকে তারাপীঠে বহিরাগত ভক্তদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে।
রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস জানিয়েছেন, মঙ্গলবার তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত সমস্ত হোটেল বন্ধ থাকবে। মন্দিরে ৫০ জনের বেশি থাকতে দেওয়া হবে না। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় প্রশাসনের নির্দেশ মেনে চলার আশ্বাস দিয়েছেন।