Shreya with Son
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: আর রাখঢাক নয়। ৬ মাস পূর্ণ হয়েছে ছেলে দেব্যানের। আর তার জন্যই এবার সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যানদের সারপ্রাইজ দিলেন শ্রেয়া ঘোষাল। শেয়ার করলেন ছেলের নানারকম মুহূর্তের ছবি। আর এই পোস্টটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে ওঠে নেট মাধ্যমে।

গত ২২ মে পুত্র সন্তানের জননী হন বলিউড সিঙ্গার শ্রেয়া ঘোষাল। তবে তারপর থেকে সন্তানের ছবি কখনই মিডিয়ার সামনে আনেননি তিনি। দেব্যানের ছবি সামনে আনার পাশাপাশি একটি সুন্দর পোস্টও লিখেছেন মিষ্টি কণ্ঠের অধিকারী এই বলিউড সিঙ্গার।

পোস্টে দেব্যানের হয়ে শ্রেয়া লিখছেন, “সবাইকে হাই। আমি দেব্যান। আজ আমি ৬ মাস পূর্ণ করলাম। এখন আমি আমার চারপাশের পৃথিবীকে ভালো করে পর্যবেক্ষণ করছি। আমার প্রিয় গান শুনতে, নানা রকম ছবির বই পড়তে, মজার কথায় জোরে চিৎকার করে হাসতে এবং মায়ের সঙ্গে গভীর আলোচনায় আমি ব্যস্ত আছি। মা আমায় বুঝতে পারছে। আমাকে ভালোবাসা ও আশির্বাদ করার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।”

Share it